ঠিকানা রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসী-প্রত্যাশীদের দুশ্চিন্তার অবসান হচ্ছে না। নতুন করে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে চাইছেন, তারা আশায় বুক বেঁধেছিলেন, ডিসেম্বরের পর তাদের ভাগ্য খুলতে পারে। কিন্তু ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ার পরও রীতি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি পর্যন্ত তিনি হোয়াইট হাউসেই থাকছেন। ফলে ইমিগ্রেশন-সংক্রান্ত সমস্যা শিগগিরই দূর হচ্ছে না। সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রাম্প যদি ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু বন্ধের মেয়াদ আর না বাড়ান, তাহলে ৩১ ডিসেম্বরের পর ইমিগ্র্যান্ট ভিসা ও গ্রিন কার্ডের ওপর নিষেধাজ্ঞা উঠতে পারে। এখন ইমিগ্রেশন-প্রত্যাশীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা ট্রাম্পের ইমিগ্রেশন রিফর্ম সংস্কারের দাবি জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। গত ৯ নভেম্বর সকালে ইমিগ্রেশন ব্যবস্থায় রিফর্মের দাবি জানিয়ে ব্যাটারি পার্কে সমাবেশও হয়েছে। নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন (এনওয়াইআইসিও) জোরালো ভূমিকা নিচ্ছে। তারা চাইছে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে ইমিগ্রেশন ব্যবস্থায় প্রয়োজনীয় রিফর্ম করবেন এবং আমেরিকায় যারা আসতে চাইছেন, তাদের স্বপ্ন পূরণের পথ সহজ করবেন। এদিকে প্যান্ডামিকের কারণে অনেক মার্কিন নাগরিক বেকার হয়েছেন। তাদের কাজের প্রয়োজন। দেশের মানুষের কর্মসংস্থানের স্বার্থে প্রথমে ৬০ দিনের জন্য গ্রিন কার্ড প্রদান বন্ধ রাখে ট্রাম্প প্রশাসন। পরে তা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয়। এখন আবার বাড়ানো হয় কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ইমিগ্র্যান্টরা। আভাস পাওয়া গেছে, এই নিষেধাজ্ঞার মেয়াদ আরো ২০ দিন বা এক মাস বাড়তে পারে।
- বিজ্ঞাপন -