ঠিকানা অনলাইন : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা) এজেন্ডার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি। আজ ২ সেপ্টেম্বর (শুক্রবার) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পেনসিলভানিয়ায় বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বলেন, মাগা বাহিনী এই দেশকে পেছনের দিকে নিয়ে যেতে বদ্ধপরিকর। তবে বাইডেনের কথার কড়া জবাব দিয়েছেন শীর্ষ রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি।
তিনি বলেন, বাইডেন যুক্তরাষ্ট্রের আত্মাকে ভয়াবহভাবে আহত করেছে। দেশটিতে মধ্যবর্তী নির্বাচনের দুই মাস আগে দুই দলের নেতার পক্ষ থেকে এমন ঝাঁঝালো বক্তব্য এলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন বৃহস্পতিবার রাতে ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্স হল থেকে ভাষণ দেন। ভাষণে বাইডেন বলেন, দুই বছর আগে ৭৪ মিলিয়ন আমেরিকান যারা ট্রাম্পকে ভোট দেন এরজন্য তাদের নিন্দা করছেন না। প্রত্যেক রিপাবলিকান নয়, এমনকি বেশিরভাগ রিপাবলিকানও নয় যারা মাগা রিপাবলিকান।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এতে কোনো প্রশ্ন নেই যে রিপাবলিকান পার্টি এখন ডোনাল্ড ট্রাম্প এবং মাগা রিপাবলিকানদের অধীনে চালিত এবং তাদের ভয় পায়। এটি এই দেশের জন্য হুমকি।
গত বছর ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকেরা। সে সময় কিছু কিছু সমর্থকের পরনে ছিল “MAGA: CIVIL WAR” এধরনের স্লোগান লেখা পোশাক। এছাড়া ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মূল স্লোগান ছিল এই মাগা যার অর্থ মেক আমেরিকা গ্রেট এগেইন বা আমেরিকাকে আবার মহান করে তুলুন।
ঠিকানা/এসআর