
ঠিকানা ডেস্ক: চলতি সপ্তাহের শেষে সুইজারল্যান্ডের ডাভোস অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে পরিবর্তিত পরিকল্পনার আওতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফার্স্ট লেডী মেলানিয়া ট্রাম্প যাচ্ছেন না। যৌক্তিক এবং সময়সূচি ঘটিত কারণে ফার্স্ট লেডী মেলানিয়ার পূর্ব সিদ্ধান্ত পরিবর্তন ও ফোরামে অংশ না নেয়ার বিষয়টি ইস্ট উইং কমিউনিকেশনস পরিচালক স্টেফার্নি গ্রিসাম মিডিয়াকে নিশ্চিত করেছেন।
গভর্নমেন্ট শাট ডাউনের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাভোস সম্মেলনে অংশ নেয়ার বিষয়টি দোদুল্যমান হয়ে পড়লেও শেষ মুহূর্তে সমস্যার সমাধান হওয়ায় প্রেসিডেন্টের অংশগ্রহণ ২৩ জানুয়ারি নিশ্চিত হওয়া গেছে। এর আগে হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারী সারাহ স্যান্ডারস বলেছিলেন, অচল অবস্থার নিরসন হলে প্রেসিডেন্ট ট্রাম্প তার অংশগ্রহণের প্রতিশ্রুতি রক্ষা করবেন।
পর্ণ তারকা স্টর্মী ড্যানিয়েলসের যৌন হ্যারেসমেন্ট সংশ্লিষ্ট অভিযোগ মোটা অঙ্কের বিনিময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড নির্বাচনের পূর্বে আপোষরফা করার খবরটি ওয়াল স্ট্রীট জার্নালে ১২ জানুয়ারি প্রকাশিত হওয়ার পর থেকেই ট্রাম্পের দাম্পত্য জীবনে খানিকটা হলেও রাহুর পদচারণা শুরু হয়েছে। ফার্স্ট লেডী মেলানিয়া ট্রাম্প প্রকাশ্যে মুখ না খুললেও ভেতরে ভেতরে যে তাদের সম্পর্কে বড় ধরনের ফাটল সৃষ্টি হতে চলছে তা ইতোমধ্যে মিডিয়ার সজাগ দৃষ্টি আকর্ষণ করেছে।
১২ জানুয়ারি দীর্ঘ অবকাশ সপ্তাহ উদযাপনের জন্য প্রেসিডেন্ট মারা এ লাগো রিসর্টে গমন করলেও ফার্স্ট লেডী তার সাথে সেখানে গমন করেন নি। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানী এবং হোয়াইট হাউজ সংখ্যাগরিষ্ঠ নেতা কেভিন ম্যাককার্থীর সম্মানে ২টি সন্ধ্যাকালীন ডিনারের আয়োজন করলেও ফার্স্ট লেডী মেলানিয়া ট্রাম্পকে উক্ত অনুষ্ঠান দুটিতে দেখা যায়নি। তাই তাদের মনোমালিন্য কোনদিকে গড়ায় তা-ই এখন দেখার পালা।