ঠিকানা অনলাইন : পেনসিলভেনিয়ায় প্রতীক্ষিত জয় তুলে নিয়েছেন জো বাইডেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজের দরজা খুলে গেছে ৭৭ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। বিদায়ঘণ্টা বেজেছে ৪ বছর ধরে বহুল আলোচিত-সমালোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
গত ৩ নভেম্বর নির্বাচন হলেও ফল পেতে চারদিন বয়ে গেছে। সময়টাতে একাধিকবার নিজেকে বিজয়ী ঘোষণা করলেও শেষপর্যন্ত হার ঠেকাতে পারেননি ট্রাম্প। নিজের ক্ষমতার চার বছরের মতো এই চারদিনেও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন রিপাবলিক প্রেসিডেন্ট।
বৈশ্বিক রাজনীতিতে ভজঘট পাকিয়ে রাখলেও নিজের কর্মকাণ্ডে বিশ্বকে কম বিনোদন দেননি ট্রাম্প। সেই কথা চিন্তা করেই অনেকে তাকে শুভ কামনা জানিয়েছেন। তালিকায় আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগও।
ট্রাম্পকে উদ্দেশ্য করে টুইট করেছেন ডানহাতি সাবেক মারকুটে ব্যাটসম্যান শেবাগ। টুইটের ভাষায় বোঝা গেছে, ট্রাম্পকে কৌতুকই করেছেন তিনি।
শেবাগ লিখেছেন, ‘আমাদেরটা আগের মতোই গেছে। চাচার কমেডি অনেক মিস করবো।’
ঠিকানা/এসআর