শাম্স চৌধুরী রুশো
(প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়াকে উৎসর্গকৃত)
ছোটখাটো দেহখান
নড়বড়ে গেহখান
শত শত কষ্টের
হাজারো যে পিক আছে।
তবু তিনি হেসে যান
আনন্দে ভেসে যান-
পুছতেই বললেন,
‘ট্রিক আছে, ট্রিক আছে!’
কড়া কড়া ছড়া তার
মিষ্টিতে ভরা পাড়
ভিতরেতে হুল আর
নিদারুণ কিক্ আছে।
নড়ে বসে জোচ্চোর,
শোষক ও খাচ্চর
-জাদুটা কী? জানালেন,
‘ট্রিক আছে, ট্রিক আছে!’
এই তিনি কুসুম, আর
আমাদের সুকুমার
যাঁর এক বড় দিল,
হাসিমাখা চিক আছে।
খালি থেকে সম্রাট
ঘুমান যে কম রাত
-কী করে তা! বললেন,
‘ট্রিক আছে, ট্রিক আছে!’