ঠিকানা

মানিক চক্রবর্তী

ঘুরেছি কত উড়েছি কত
দেশ-বিদেশের সীমানা,
অবশেষে খুঁজে পেলাম
লাল-সবুজের ঠিকানা।

দেখতে পেলাম সাগর-নদী
দেখতে পেলাম পাহাড়,
দেখতে পেলাম ফুলের বনে
রঙিন ফুলের বাহার।

শুনতে পেলাম পাখির গানে
সুরের মূর্চ্ছনায়,
পাল উড়িয়ে নাওয়ের মাঝি
উজান বেয়ে যায়।

ঘাসের বুকে তৃণের ডগায়
শিশির ঝলমল,
পদ্ম ফোটা দীঘির জলে
জোছনা টলমল।

দেখতে পেলাম গাঁয়ের মানুষ
মন ভোলানো হাসি,
শুনতে পেলাম রাখাল ছেলের
মুগ্ধ জাদুর বাঁশি।

ঘুরেছি কত উড়েছি কত
দেশ-বিদেশের সীমানা,
অবশেষে খুঁজে পেলাম
বাংলাদেশের ঠিকানা।