দীপক দাস : বাঙালি সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও প্রাণের উৎসব দেবী দুর্গার আরাধনা ও শারোদোৎসব এখন ইউনেস্কো স্বীকৃত বিশ^ ঐতিহ্যের একটি গৌরবময় অধ্যায়। ইউনেস্কো স্বীকৃত এ আনন্দবার্তা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে বিশ^ রাজধানীখ্যাত নিউইয়র্কের মাটিতে এবারই প্রথমবারের মতো বৃহত্তর পরিসরে পালণের উদ্যোগ নিয়েছে বেঙ্গলি ক্লাব, ইউএসএ। নিউইয়র্কে বাঙালিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার উন্মুক্ত প্রাঙ্গণে এখন চলছে প্রস্তুতির শেষ আঁচড়। বাঙালি-বাংলাদেশি হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান- সবার আন্তরিক ও প্রাণখোলা সহযোগিতায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ আড়ম্বর আয়োজনে পালিত হবে বিশ^ময়ী মা দুর্গার পূজা আয়োজন। গত ২৫ সেপ্টেম্বর শুভ মহালয়া উপলক্ষে দেবীর আগমনী চণ্ডীপাঠ ও দুর্গা বন্দনা, সঙ্গীতানুষ্ঠানের মধ্যদিয়ে এই শারদ মহোৎসবের শুভসূচনা হয়েছে। আগামী ১ অক্টোবর মহাষষ্ঠীর দিন থেকে শুরু হবে মূল পূজা। ৫ অক্টোবর দশমীর মধ্যদিয়ে শেষ হবে এবারের আয়োজন।
প্রথমদিন (১ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার উদ্বোধন করবেন আমেরিকায় বাঙালির গর্ব, বিশিষ্ট সমাজসেবক ও বিশ^ বাণিজ্যের অন্যতম পুরোধা, কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডা. শ্রী কালী প্রদীপ চৌধুরী। উপস্থিত থাকবেন বেঙ্গলি ক্লাব, ইউএসএ-এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট বিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নূরুন নবী, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ড. মো. মনিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও পূজার অন্যান্য দিনগুলোতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার, কংগ্রেস ওম্যান গ্রেস মেং, কুইন্স কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নি ক্যাটলিনা ক্রুজ, নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রামোস, জ্যাকসন হাইটস কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান প্রমুখ।
প্রতিদিন রাতে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে। এতে বাংলাদেশ, ভারত ও প্রবাসের স্বনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করবেন।
পূজার আয়োজক বেঙ্গলি ক্লাব, ইউএসএ’র আহ্বায়ক দীনেশ চন্দ্র মজুমদার, প্রধান সমন্বয়কারী গোপাল স্যান্নাল ও সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়াসহ আয়োজকরা সবাইকে উপস্থিত থেকে শারোদোৎসব সফল করে তোলার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।