ডাকা পুনবর্হালে বিচারকের নির্দেশ

ঠিকানা রিপোর্ট: ডেফার্ড অ্যাকশন প্রোগ্রাম (ডাকা) পুনবর্হাল করার নির্দেশ দিয়েছেন আমেরিকার ফেডারেল কোর্টের একজন বিচার। তিনি গত ২৪ এপ্রিল এই রায় প্রদান করেন। বিচারপতি জন বিটস তার ৬০ পৃষ্ঠার রায়ে উল্লেখ্য করেন ডাকা বাতিল করা যাবে না এবং ট্রাম্প প্রশাসনকে ৯০ দিন সময় বেঁধে দেয়া হয়েছে এই ডাকা প্রোগ্রাম পুনর্বহাল করার জন্য। এর ফলে ডাকা প্রোগ্রামের আওয়তায় থাকা লোকজনের মধ্যে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দিয়েছিলো তার অবসান হয়েছে।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন চেয়েছিলো ডাকা প্রোগ্রামটি বাতিল করতে। এই রায়ের ফলে তাদের সেই উদ্যোগ বিফলে গেল। এই রায়ের ফলে ডাকা প্রোগ্রামের আওতায় থাকা লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এবং মানবাধিকার সংগঠনগুলো উল্লাস প্রকাশ করে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এই প্রোগ্রাম চালু করেছিলেন। এর ফলে প্রায় ৭ লাখ অবৈধ ইমিগ্র্যান্ট (ছাত্রছাত্রী) ২ বছরের জন্য ওয়ার্ক পারমিট পেয়েছিলেন।