ডাকা বন্ধের দাবিতে একাট্টা জিওপি-নেতৃত্বাধীন ৯ রাজ্য

ঠিকানা রিপোর্ট : রিপাবলিকান-নেতৃত্বাধীন নয়টি রাজ্যের জোট টেক্সাসের একটি ফেডারেল আদালতকে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) প্রোগ্রাম বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছে। এই প্রোগ্রামটি ‘ড্রিমারদের’ নির্বাসন থেকে রক্ষা করে।
মার্কিন যুক্তরাষ্ট্রে শিশু অবস্থায় আসা অনথিভুক্ত অভিবাসীদের (ড্রিমার) সুরক্ষার উপায় হিসেবে ওবামা প্রশাসন ২০১২ সালে ডাকা প্রোগ্রামটি বাস্তবায়ন করে। প্রতিষ্ঠার পর থেকেই এটি রক্ষণশীল গোষ্ঠী এবং রাজ্যগুলোর পক্ষ থেকে নিয়মিত আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়।
গত ৩১ জানুয়ারি মঙ্গলবার দাখিল করা আদালতের নথি থেকে জানা যায়, টেক্সাস নেতৃত্বাধীন এই জোট ডাকাকে ‘বেআইনি’ ও ‘অসাংবিধানিক’ ঘোষণার জন্য সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতের প্রতি আহ্বান জানিয়েছে। আবেদনে বলা হয়েছে, যেকোনো নতুন আবেদনকারীকে গ্রহণ এবং দুই বছরের মধ্যে বর্তমান ড্রিমারদের স্ট্যাটাস নবায়নের অনুরোধ অনুমোদন করা থেকে ডাকা-কে বিরত রাখা উচিত। এর আগে এই জোটের অনুরোধে সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালত এই প্রোগ্রামের জন্য নতুন আবেদন গ্রহণ বন্ধ করে দেয়। ওই সময় আদালত রায় দেয়, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ডাকা প্রণয়ন এবং এর কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট লঙ্ঘন করেছে। যাইহোক, বিচারক অ্যান্ড্রু হ্যানেন ২০২১ সালের রায়ে বর্তমান ড্রিমারদের স্ট্যাটাস এখন পর্যন্ত নবায়নের অনুমতি দিয়েছেন।
সেই সময়ে হ্যানেনের রায়টি মূলত এই সত্যের উপর ভিত্তি করে যে ডাকা প্রোগ্রামটি ওবামা প্রশাসনের একটি মেমো দ্বারা তৈরি করা এবং এটি আনুষ্ঠানিক নিয়ম না। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গত আগস্টে ওই মেমো প্রতিস্থাপন ও ডাকা প্রোগ্রামকে আইন হিসেবে লিপিবদ্ধ করার জন্য একটি চূড়ান্ত প্রবিধান জারি করে এবং অক্টোবর থেকে নতুন আবেদনকারীদের অনুমতি দেয়। জিওপি-নেতৃত্বাধীন নয়টি রাজ্যের জোট এখন হ্যানেনকে বাইডেন প্রশাসনের এই নতুন প্রবিধান পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, এই নতুন প্রবিধানটিও একই কারণে প্রাথমিক মেমোর মতো বেআইনি।
আদালতে দায়ের করা আবেদনের উপসংহারে বলা হয়, ডাকা প্রোগ্রামের সর্বশেষ ‘চূড়ান্ত বিধিটি একই কারণে ডাকা মেমোরেন্ডামের মতো বেআইনি। আদালতের এটিকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা এবং সম্পূর্ণভাবে খারিজ করা উচিত।
ফেডারেল ডেটা অনুসারে, সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬ লাখ সক্রিয় ডাকা প্রাপক ছিল; প্রোগ্রামটি বন্ধ করা হলে তাদের সুবিধাগুলো ঝুঁকিতে পড়তে পারে।