ডিপোর্টেশন থেকে রক্ষা ৩ লক্ষাধিক অভিবাসীর

ঠিকানা ডেস্ক: প্রায় ২ দশক পূর্বে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধ-বিগ্রহ ও অভ্যন্তরীণ দাঙ্গা-হাঙ্গামার কারণে প্রাণ বাঁচানো ও মাথা গোঁজার ঠাঁইয়ের আশায় সুদান, নিকারাগুয়া, হাইতি এবং এলসালভাদর থেকে হাজার হাজার অভিবাসী পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছিল। এদের মধ্যে অনেকেই ছিল নিঃসঙ্গ, কেউ কেউ ভাগ্যজোরে নিকটস্থ স্বজনদেরও সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। তৎকালীন ভয়াবহ পরিস্থিতির বিবেচনায় বিশ্ব অভিবাসীর দেশ হিসেবে পরিচিত আমেরিকা সরকার নিতান্ত মানবিক কারণে কতিপয় শর্তসাপেক্ষে এসব ভাগ্যবিড়ম্বিত ও নিয়তিলাঞ্ছিত অবৈধদের যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাস এবং কাজের সুবিধের জন্য টেম্পরারি ইমিগ্র্যান্ট স্ট্যাটাস প্রদান করে। তারপর থেকে এসব অভিবাসী উদয়াস্ত হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভাগ্যোন্নয়নের পাশাপাশি আমেরিকার জাতীয় অর্থনীতিতেও বিশেষ অবদান রেখে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধদের যুক্তরাষ্ট্র থেকে খেদাও এবং অভিবাসন আইন সংস্কারের নামে উল্লেখিত ৪ দেশের অভিবাসীদের অস্থায়ী অভিবাসন স্ট্যাটাস বাতিলের মাধ্যমে তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু শেষ পর্যন্ত সানফ্রান্সিসকোর ইউএস ডিস্ট্রিক্ট জাজ এডওয়ার্ড চেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের আদেশের কার্যকারিতার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করায় ৩ লক্ষাধিক বেআইনি অভিবাসী যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার পদক্ষেপ থেকে রক্ষা পেয়েছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে অনুপ্রবেশকারী এবং কর্মরত ৪টি রাষ্ট্রের অভিবাসীদের বেলায় প্রযোজ্য ট্রাম্প প্রশাসনের এন্ডিং প্রটেকশনস (নিরাপত্তার পরিসমাপ্তি) হোঁচট খেয়েছে। ট্রাম্প প্রশাসনের ওই পদক্ষেপের ফলে সুদান, নিকারাগুয়া, হাইতি এবং এলসালভাদর থেকে যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে প্রবেশকারী এবং কর্মরত অবৈধরা অপূরণীয় ক্ষতি এবং চরম দুর্দশার শিকার হবেন উল্লেখ করে সানফ্রান্সিসকোর ইউএস ডিস্ট্রিক্ট জাজ এডওয়ার্ড চেন পদক্ষেপটি অবরুদ্ধ করে দিয়েছেন।
সুদান, নিকারাগুয়া, হাইতি এবং এলসালভাদরের অবৈধদের টেম্পরারি প্রটেকটেড স্ট্যাটাস (অস্থায়ী সংরক্ষণ মর্যাদা) অব্যাহত না রাখার সপক্ষে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রিলিমিনারি ইনজাংশনের (প্রাথমিক নিষেধাজ্ঞা) যে অনুরোধ জানানো হয়েছিল বিজ্ঞ বিচারক চেন তা মঞ্জুর করেছেন বলে ৫ অক্টোবর জানা গেছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধবিগ্রহে চরমভাবে বিধ্বস্ত উপরোল্লেখিত দেশগুলোর প্রায় ৩ লাখ অবৈধ অভিবাসীকে শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে টেম্পরারি স্ট্যাটাস প্রদান করা হয়েছিল। উপদ্রুত স্টেটগুলোর সামগ্রিক অবস্থার উন্নয়ন সাপেক্ষে তারা যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজের বৈধতা পেয়েছেন। প্রদত্ত সিদ্ধান্তে বিজ্ঞ বিচারক চেন বলেন, ২০ বছর ধরে চলে আসা কর্মসূচিটি চালু রাখার ফলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যে সব ক্ষয়ক্ষতি এবং দেশবাসীর দুর্ভোগের কথা উল্লেখ করা হয়েছিল বাস্তবে সরকার তার প্রমাণাদি প্রদর্শনে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। পাশাপাশি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদনকারীগণ অত্যন্ত সফলতার সাথে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন যে ওই অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হলে স্থানীয় এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে কোনো কারণে তাদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হলে স্বদেশে তাদেরকে অবর্ণনীয় দুর্দশাসহ প্রাণঝুঁকির সম্মুখীন হতে হবে।
বিজ্ঞ বিচারক চেন প্রদত্ত সিদ্ধান্তে উল্লেখ করেন, টেম্পরারি প্রটেকশনস স্ট্যাটাসের ইতি টানা হলে উপকারিতাপ্রাপ্ত যে সব ব্যক্তি বহু বছর ধরে, কেউ কেউ দশকেরও বেশি সময় ধরে আমেরিকায় বসবাস করছেন, কাজ করছেন এবং যুক্তরাষ্ট্রে পরিবারের সদস্যদের লালন-পালন করছেন তাদেরই যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের শিকার হতে হবে। অথচ এ সকল উপকারিতাপ্রাপ্তদের অনেকেরই যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সন্তান-সন্ততি রয়েছে, অনেকে ভিন দেশে অবস্থানকারী পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে আসার স্বপ্ন দেখছেন, অনেককে তাদের চিরচেনা একমাত্র দেশ এবং কমিউনিটি থেকে বিতাড়িত করা কিংবা পরিবারের ঘনিষ্ঠজনদের থেকে বিচ্ছিন্ন করা হতে হবে। যাহোক, হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তাগণ বলেন, চলমান মামলা নিয়ে তারা মন্তব্য করতে অক্ষম।
মামলার আর্জিতে উল্লেখ করা হয় যে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি মূলত জানুয়ারিতে হোয়াইট হাউজে অনুষ্ঠিত সভায় আফ্রিকান দেশগুলো সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প র‌্যাসিজম (বর্ণবাদ) সংশ্লিষ্ট যে অমার্জিত রেফারেন্সের উদ্ধৃতি দিয়েছিলেন তা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে।