ঠিকানা রিপোর্ট : আগামী বছরের জুন মাসে অনুষ্ঠিত হবে সিটি কাউন্সিলের প্রাইমারি নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে একাধিক ডিস্ট্রিক্টে চলছে প্রার্থীদের প্রাক-প্রস্তুতি। তবে ডিস্ট্রিক্ট-২৪-এ চলছে ব্যাপক প্রস্তুতি। এই আসন থেকে আগামী নির্বাচনে অংশ নিতে ছয়জন প্রার্থী পরিকল্পনা করছেন। কেউ কেউ প্রার্থী হিসেবে রেজিস্টার্ডও হয়েছেন। কয়েকজন প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছেন। দু-একজন এখনো সিদ্ধান্তহীনতায় আছেন, তারা অপেক্ষা করছেন শেষ পর্যন্ত পরিস্থিতি কেমন হয়, তা দেখার জন্য। তাই প্রার্থী সংখ্যা আরো বাড়তে পারে। প্রস্তুতি নেওয়া ছয়জনের মধ্যে রাব্বী সৈয়দ প্রার্থী হিসেবে নাম রেজিস্ট্রেশন করেছেন। আলোচনায় রয়েছে সাবুল উদ্দিন, সাইফুল খান হারুন, মুজিবুর রহমান, মৌমিতা আহমেদসহ কয়েকটি নাম।
এ ব্যাপারে কমিউনিটির একাধিক নেতা বলেছেন, ডিস্ট্রিক্ট-২৪-এ অনেক বাংলাদেশি আছেন, পাশাপাশি এখানে সাউথ এশিয়ান অনেক ভোটার রয়েছেন। তাদের ভোটেই নিজেদের একজন প্রার্থীর বিজয় সম্ভব। তবে বিজয়ী হতে না পারলেও বিজয়ী প্রার্থীর কাছাকাছি ভোট পেলে এর মাধ্যমে এই বার্তা দেওয়া সম্ভব হবে যে তিনি গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। পাশাপাশি মূলধারায় এটাও স্পষ্ট হবে যে আমাদের প্রার্থীদের গুরুত্ব বাড়ছে।
কমিউনিটির এক নেতা বলেন, এই ডিস্ট্রিক্টে বাংলাদেশি একজন প্রার্থী হলে জয়ের সম্ভাবনা আছে। সেই হিসেবে একাধিক প্রার্থী অংশগ্রহণ না করে সবার উচিত মতৈক্যের ভিত্তিতে একজন প্রার্থী বাছাই করে পরিকল্পিতভাবে নির্বাচন করে বিজয় নিশ্চিত করা।