ডেনমার্কের বিদায়, নকআউটে অস্ট্রেলিয়া

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : নকআউট পর্বে যেতে হলে জয়ের বিকল্প ছিল না ডেনমার্কের সামনে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ড্র হলেই চলত। ‘ডি’ গ্রুপের ম্যাচে ৩০ নভেম্বর বুধবার ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছেছে অস্ট্রেলিয়া।

১৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে উঠল অস্ট্রেলিয়া। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ডেনমার্ক।

এই গ্রুপের অপর ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েও বিদায় নিয়েছে তিউনিসিয়া। তার পরও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে গেল ফ্রান্স। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট ফ্রান্সের। দুই জয় ও এক হারে অস্ট্রেলিয়ার পয়েন্টও ৬। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ সকারুরা। তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তিউনিসিয়া। সবার নিচে ডেনমার্ক। তিন ম্যাচে এক ড্র ও দুই হারে দলটির পয়েন্ট মাত্র ১।

আবু জানুব স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-ডেনমার্কের প্রথমার্ধের লড়াই ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ম্যাথু লেকির গোলে লিড নেয় অস্ট্রেলিয়া। শেষ অবধি চেষ্টা করে একটি গোলও দিতে পারেনি ড্যানিশরা।

অথচ বল পজিশনে এগিয়ে ছিল ডেনমার্কই, ৬৯ ভাগ। ১৩ শটের মধ্যে তিনটি ছিল তাদের লক্ষ্যে। অন্যদিকে আটটি শটের মধ্যে চারটি লক্ষ্যে রাখতে পেরেছিল অস্ট্রেলিয়া। এর মধ্যে একটিতে গোল। অস্ট্রেলিয়া কর্নার আদায় করে দুটি, ডেনমার্ক ছয়টি।

ঠিকানা/এনআই