ডেমোক্রেটিক ফ্রন্টের আলোচনা : উন্নত বিশ্বকে কাজে লাগাতে ঐক্যের বিকল্প নেই

নিউইয়র্ক : বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক ফ্রন্টের আলোচনা সভায় বক্তব্য দেন স্টেট সিনেটর জন ল্যু।

ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনীতিতে বাংলাদেশি আমেরিকানদের সম্পৃক্ততা’ শীর্ষক এক আলোচনায় বক্তারা বলেছেন, ‘প্রিয় মাতৃভূমির স্বার্থে উন্নত বিশ্বকে কাজে লাগাতে ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি-ধমকির ঘটনাবলির অবকাশ থাকবে না যদি আমরা সকলে মূলধারায় আরো ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়তে পারতাম।’
গত ২৪ মে বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে ‘বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ফ্রন্ট’ আয়োজিত এ আলোচনায় নিউইয়র্কের স্টেট সিনেটর জন ল্যু, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, মোর্শেদ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা দেওয়ান বজলু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনজুর আলম শাহীন, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির একাংশের সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, ছাত্রলীগের সাবেক সভাপতি জেড চৌধুরী জয় প্রমুখ বক্তব্য রাখেন। হোস্ট সংগঠনের সভাপতি খোরশেদ খন্দকারের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি আতাউল গণি আসাদ।
সিনেটর জন ল্যু বলেন, বাংলাদেশীরা ঐক্যবদ্ধ হওয়ায় তাদের দাবি-দাওয়া এখন প্রশাসনে গুরুত্ব পাচ্ছে। ঐক্যের এই ধারা আরো সুসংহত করতে হবে নির্বাচনের ব্যালট যুদ্ধে। আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ এগিয়ে চলছে অদম্য গতিতে। এতে অনেকে হিংসায় জ্বলছে। তারা বিভ্রান্ত করছে মার্কিন বন্ধুদের। এ অবস্থায় প্রবাসীরা যদি মার্কিন রাজনীতিক ও নীতি-নির্দ্ধারকদের সাথে সম্পর্ক জোরালো করতে পারেন, তাহলে অন্যায়ভাবে বাংলাদেশের ওপর কিছু চাপিয়ে দেয়া সম্ভব হবে না।