ঠিকানা রিপোর্ট : গত ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন ৩ নভেম্বর অনুষ্ঠিত হলেও নির্বাচনী ফলাফল ঘোষণায় নানা জটিলতা দেখা দেয়। যে কারণে বেসরকারিভাবে ফলাফল ঘোষণায় অনেক বিলম্ব হয়। প্রথম বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় গত ৮ নভেম্বর সকালে। প্রেসিডেন্ট নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর পরই প্রথা অনুযায়ী নির্বাচিত প্রেসিডেন্ট বিজয় ভাষণ দিয়ে থাকেন। নির্বাচিত প্রেসিডেন্ট যে স্টেটে থাকেন, সেই স্টেটেই এই ভাষণের আয়োজন করা হয়। এবার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন যেহেতু দেলওয়ার স্টেটে থাকেন সেহেতু এবারো বিজয়ী ভাষণের আয়োজন করা হয় দেলওয়ার স্টেটের উইমিংটনে। ৮ নভেম্বর রাত ৯টার সময় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার রানিংমেট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, কার্যকরি সদস্য সাহানারা রহমান, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, পেনসিরভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, ফিলাডেলফিয়া ট্রাই কাউন্ট্রি আওয়ামী লীগ সভাপতি খায়ের মোহাম্মদ মিয়া, যুব লীগ নেতা শাহ সেলিম। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী শাখাওয়াত হোসেন আজম, বিএনপি নেতা ফিরোজ আহমেদ, শাহ নেওয়াজ, আলী ইমাম শিকদার প্রমুখ।
- বিজ্ঞাপন -