ড. মোস্তফা সারওয়ার
ঠিকানা রিপোর্ট : বাংলাদেশী-আমেরিকান ড. মোস্তফা সারওয়ার ডেলগাডোতে ইন্টারিম ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন। তিনিই প্রথম বাংলাদেশী এরকম মর্যাদাপূর্ণ পদে নিযুক্তি পেলেন। ড. মোস্তফা সারোয়ার গত সেপ্টেম্বও মাসে ভাইস চ্যান্সেলর ছাড়াও প্রভোস্ট হিসাবে যোগদান করেছেন। ডেলগাডো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য লুইজিয়ানার নিউ অরলিয়েন্স শহরে অবস্থিত নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান। অতীতে তিনি ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সে এসোসিয়েট প্রভোস্ট ও ভূ-পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। শিক্ষকতা করেছেন আইভিলিগের অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায়, অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ইহ্নব্রুক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে।
ভূ-পদার্থবিজ্ঞানের সাইসমিক ইনভার্স থিউরিতে ড. সারওয়ারের অবদান সারাবিশ্বের বিজ্ঞানীদের কাছে সমাদৃত। তাঁর ভূ-পদার্থবিজ্ঞান বিষয়ক পুস্তক জার্মানির স্প্রিংগার প্রকাশনা করেছে। ঢাকার এপিপিল প্রকাশ করেছে তিনটি কবিতার বই। এক সময়ের নামকরা ছাত্র (যশোর বোর্ডে ১৯৬৭ সালে সম্মিলিত মেধা তালিকায় এইচএসসি-তে প্রথম এবং ১৯৬৫ সালে এসএসসি-তে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থান অধিকারী) ড. সারওয়ার টেলিভিশন ক্যুইজ প্রতিযোগিতায় তৎকালীন পূর্ব পাকিস্থান রানার্স আপ ১৯৬৮ সাল, বাংলাদেশ টেলিভিশনে বিজ্ঞান শিক্ষার আসরের উপস্থাপক ১৯৭৫ এবং ১৯৭৭ সাল, মহসীন হল সংগীতের গীতিকার ১৯৬৭ সাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ফাউন্ডিং মেম্বার ১৯৭৪ সাল, ইত্যাদি বিবিধ বিষয়ে তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
পটুয়াখালীতে জন্মগ্রহণকারী ড. সারওয়ার বিবাহিত। স্ত্রী ডা. সাঈদা সারওয়ার, এমডি, নিউ অরলিয়েন্সে একজন স্বনামধন্য চিকিৎসক। ভিএ হসপিটালে তিনি অ্যানাটমিকাল প্যাথলজির বিভাগীয় প্রধান। ১৯৯৬ সালে তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গ্যাইনোকলজির ৪৪তম বাৎসরিক সম্মেলনে। বড় ছেলে হার্ভার্ড গ্রাজুয়েট, বস্টনে এটর্নি হিসাবে কর্মরত রয়েছেন। মেজ ছেলে হার্ভার্ড গ্রাজুয়েট, বর্তমানে এক নামজাদা কর্পোরেশনে কর্মরত। একমাত্র মেয়ে টুলেন গ্রাজুয়েট, বর্তমানে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি মেডিক্যাল স্কুলে এমডি প্রোগ্রামে অধ্যয়নরত।