ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতিমালা এবং ড্যাকা (ডেফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল) বাতিলের সিদ্ধান্ত কাগজপত্রহীন অভিবাসীদের একের পর এক নতুন দুর্যোগের মুখোমুখি দাঁড় করাচ্ছে। এদিকে ড্যাকাভুক্ত ছাত্রÑছাত্রীদের আর্থিক সাহায্য কর্তনকে কেন্দ্র করে দ্য ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং নিউজার্সী, অরেগন ও কানেকটিকাটসহ ২০টি স্টেট এক ধরনের এবং আরিজোনা, জর্জিয়াসহ অনেকগুলো স্টেট ভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। জর্জিয়া ড্যাকা কর্মসূচির আওতাধীন ছাত্র-ছাত্রীদের ডিসকাউন্টেড (হ্রাসকৃত) ইনস্টেট টুইশন রেইটে গ্রহণ করা ছাড়াও শীর্ষ ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি হওয়া নিষিদ্ধ করেছে। কাগজপত্রবিহীন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অধিকতর বেতনভাতা আদায় নিশ্চিত করার জন্য আরিজোনা এবং জর্জিয়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে ২৩ মে জানা গেছে।
অন্যদিকে নিউজার্সি, অরেগন এবং কানেকটিকাটের মত ২০টি ব্লু-লীনিং ও রেড স্টেট ড্যাকা কর্মসূচিভুক্ত ও কাগজপত্রবিহীন অন্যান্য ছাত্র-ছাত্রীদের ইনস্টেট টুইশন রেইটসে গ্রহণ করা ছাড়াও তাদেরকে আর্থিক সাহায্য প্রদানের পদক্ষেপ গ্রহণ করেছে। এদের মধ্যে ১৬টি স্টেট আইনের মাধ্যমে ইনস্টেট টুইশনের মতো কোনো না কোনো ধরনের এইড বা বেনিফিট প্রদানের ব্যবস্থা করেছে। আর ৪টি স্টেটের পাবলিক এডুকেশন সিস্টেম তাদের নিজেদের নীতিমালা কার্যকর করেছে বলে বাইপার্টিসান ন্যাশনাল কনফারেন্স অব স্টেট লেজিসলেচারস নিশ্চিত করেছে। দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াও কাগজপত্রবিহীন ছাত্রÑছাত্রীদের ইনস্টেট টুইশন এবং আর্থিক সাহায্য দিয়েছে। বাকি স্টেটগুলো হয় কাগজপত্রবিহীন ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য এবং ইনস্টেট ডিসকাউন্ট পাওয়া থেকে নিষিদ্ধ করেছে। আবার কিছু ক্ষেত্রে এসব শিক্ষার্থীর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পাবলিক বিশ্ব বিদ্যালয়ের ওপর ছেড়ে দিয়েছে।
এ প্রসঙ্গে নিউজার্সির ডেমক্র্যাটিক দলীয় অ্যাসেম্বলিম্যান গেরি ছায়ের বলেন, এটি অর্থনৈতিক প্রশ্ন, ইমিগ্রেশনের বিষয় নয়। তিনি বলেন, নিউজার্সির উপকারে দেশের সর্বাধিক শিক্ষিত জনশক্তি পেতে হলে কাগজপত্রবিহীনদের উচ্চ শিক্ষার সুযোগ আমাদের সৃষ্টি করতেই হবে। বিলটির প্রধান স্পন্সর ছায়ের আরও বলেন, এখানে প্রগতির প্রশ্ন বড় নয়। বরং আমাদের মৌলিক ব্যক্তিস্বার্থে বাচ্চাদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে।