ঢাকায় বিএনপির গণমিছিল থেকে ১১ই জানুয়ারি সারাদেশে অবস্থান কর্মসূচি ঘোষণা

ঠিকানা অনলাইন : সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে পূর্ব-ঘোষণা অনুযায়ী ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ‘গণমিছিল’। আজ ৩০ ডিসেম্বর (শুক্রবার) দুপুর পৌনে ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণমিছিল শুরু হয়। গণমিছিল থেকে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১১ই জানুয়ারি সারাদেশে ৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। রাজধানী নয়াপল্টন কার্যালয়ের সামনে গণমিছিল পূর্ব সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ১১ই জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘণ্টা এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

রাজধানীতে বিএনপি ও সমমনা দলগুলো গণমিছিল করছে। সংগৃহীত ছবি

একই সঙ্গে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গী গণতন্ত্র মঞ্চ, জামায়াতসহ অন্যান্য ছোট-বড় রাজনৈতিক দলগুলোও রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে এ কর্মসূচি করেছে।

বিএনপির গণমিছিলের অস্থায়ী মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান।

রাজধানীতে বিএনপি ও সমমনা দলগুলো গণমিছিল করছে। সংগৃহীত ছবি

এর আগে, ৩০ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে নয়াপল্টনের রাস্তায় জুমার নামাজ আদায় করেন বিএনপি নেতা-কর্মীরা। নামাজের আগে থেকেই নেতা-কর্মীরা গণমিছিলে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন। দফায় দফায় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন তারা। আছেন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও।

রাজধানীতে বিএনপি ও সমমনা দলগুলো গণমিছিল করছে। সংগৃহীত ছবি

অপরদিকে, বিএনপি ও সমমনাদের কর্মসূচিকে ঘিরে মাঠে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। রাজধানীর কয়েকটি স্পটে বিভক্ত হয়ে দলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান করছেন। এতে আছে দলের সহযোগী সংগঠনগুলোও। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ছোট ছোট মিছিল করছে দলটি।

ঠিকানা/এসআর