ঢাকায় ভারতের নতুন পররাষ্ট্র সচিব

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : প্রথম দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। আজ ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ৮টার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকায় এলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল সাড়ে ৩টায় বিনয় মোহন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তিনি জি-২০ শীর্ষ সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য শেখ হাসিনার কাছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।

এর আগে সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও তিনি ঢাকা-দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (ফরেন অফিস কনসালটেশন-এফওসি) নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন। এরও আগে দুই পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুপুরে তার সম্মানে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন বিনয় মোহন।

এরপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন। বুধবার রাতে তার সম্মানে ভারতীয় হাইকমিশনারের দেওয়া নৈশভোজে অংশ নেবেন কোয়াত্রা। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ভারতীয় পররাষ্ট্র সচিবের বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

ঠিকানা/এম