স্পোর্টস রিপোর্ট : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘আপনারা খেলাধুলাকে যেভাবে সমর্থন করছেন, তা আমাদের জন্য অবশ্যই আনন্দদায়ক। আপনারা মনে করতে পারেন যে, ঢাকায় না খেললে মনে হয় জাতীয় দলে খেলা যাবে না। এটা আপনাদের ভুল ধারণা। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের সুপার স্টার খেলোয়াড় ও পৃথিবীর সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সে কিন্তু মাগুরা থেকে খেলাধুলা করে এসেছে। আমরা সবাই কোনো না কোনো জেলা থেকে এসেছি। আপনারা এখান থেকেই এক দিন জাতীয় দলে যাবেন।’
গত ৯ এপ্রিল বিকেলে মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার জেলা স্টেডিয়ামে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে জাতীয় দলের এই ক্রিকেটার এ সব কথা বলেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় জেলার গজারিয়া উপজেলাকে এক উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুন্সীগঞ্জ সদর উপজেলা। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি এম ফজলুল করীম চৌধুরী।
জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ।
মাশরাফি বিন মুর্তজা আরো বলেন, ‘ক্রিকেট ছাড়াও ফুটবল আছে, আছে সাঁতার, কাবাডি। এসব খেলায়ও স্টার হওয়া যায়। আপনারা যে খেলাটি পছন্দ করেন পড়াশুনার পাশাপাশি সে খেলাটি ধরে রাখতে হবে।’