ঠিকানা অনলাইন : ঢাকাস্থ মার্কিন দূতাবাস আমেরিকান ভয়েসেস (একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সাংস্কৃতিক কূটনীতি সংস্থা)-এর সাথে যৌথভাবে পুরস্কার-জয়ী চারজন আমেরিকান হিপ হপ শিল্পীর এক প্রতিনিধিদলকে ঢাকায় নিয়ে এসেছিল; যারা ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ৫৪ জন উদীয়মান বাংলাদেশী হিপ হপ তারকা শিল্পীর জন্য একটি ধারাবাহিক হিপ হপ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল। আট দিনের এই নিবিড় প্রশিক্ষণ কর্মশালাটি এডওয়ার্ড এম. কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস-এ অনুষ্ঠিত হয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত পিটার হাস এই কনসার্টে উপস্থিত ছিলেন।
গত পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে অংশীদার হতে পেরে গর্বিত। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বর মূলে রয়েছে দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও মূল্যবোধ। ইয়েস একাডেমি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক রাষ্ট্রদূতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সৃজনশীলতা ও সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুতি রক্ষার একটি প্রমাণ।
২০০৭ সালে চালু হওয়া ইয়ুথ অ্যাক্সিলেন্স অন স্টেজ (ইয়েস) একাডেমি আমেরিকান ভয়েসেস এর সাংস্কৃতিক কূটনীতির ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসেবে কাজ করে। যার লক্ষ্য হলো আমেরিকার কয়েকটি শ্রেষ্ঠতম সাংস্কৃতিক ঘরানার (যেমন হিপ হপ ও ব্রেক ড্যান্স) উপর বিশ্বজুড়ে তরুণদের উচ্চমানের প্রশিক্ষণ দেয়া। এ বছর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বার্ষিকী পূর্তি হলো। দুই দেশের জনগণের-সাথে-জনগণের সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে ইয়েস একাডেমি বাংলাদেশ আমেরিকান প্রশিক্ষকদের মাধ্যমে বাংলাদেশী তরুণ-বয়সীদের সঙ্গীত প্রযোজনা, র্যাপ ও ব্রেকড্যান্স শেখার সুযোগ করে দিয়েছে। ইয়েস একাডেমি বাংলাদেশ আয়োজিত কর্মশালার নেতৃত্বে ছিলেন ডেঞ্জারফ্লো ব্যান্ডের সদস্য ও এমসি অ্যাঞ্জেল “ওশান” আলভারদো, পুরস্কার-জয়ী হিপ হপ ডিজে কার্ল “ডিজে ইনভিজিবল” হলিয়ার, আন্তর্জাতিক বি-বয় চ্যাম্পিয়ন অ্যালেক্স “বিবয় এল নিনো” ডিয়াজ এবং দুইবারের এনবিসি ফাইনালিস্ট “দি সিংঅফ” রিচি “রোবট” স্টেইগনার।
ঠিকানা/এসআর