ঠিকানা অনলাইন : মাসিক বেতন ১ লাখ ৪৭ হাজার টাকা বেতনে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ডিজিটাল আউটরিচ বিভাগে লোকবল নেবে। সম্প্রতি এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দূতাবাস। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন যোগ্যতা : আগ্রহী প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস, যোগাযোগ, মার্কেটিং, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বা তথ্যপ্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানে ডিজিটাল প্রোপার্টিস ব্যবস্থাপনায় ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি ও জনগণের সঙ্গে অনলাইনে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
আবেদনকারীকে বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। ভাষাদক্ষতার পরীক্ষা নেয়া হতে পারে। পদটিতে স্থায়ীভাবে নিয়োগ দেয়া হবে। নিয়োগের পর কাজ করতে হবে ঢাকায়।
বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক বেতন ১ লাখ ৪৭ হাজার টাকা। এ ছাড়া মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেয়া হবে।
যেভাবে আবেদন : আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন। https://erajobs.state.gov/dos-era/vacancy/viewVacancyDetail.hms?_ref=ci9fotdrpt0&returnToSearch=true&jnum=43451&orgId=157
ঠিকানা/এসআর