শেখ হাসিনাকে ফোন করে যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

ঠিকানা অনলাইন : বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ৩১ মে (বুধবার) দিনগত রাত সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরের সঙ্গে ১০ মিনিট কথা বলেন।’

শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভ করায় এরদোয়ানকে অভিনন্দন জানান। তুরস্কের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে, নির্বাচনে নিজের এমন আত্মবিশ্বাস প্রমাণিত হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে বাংলাদেশের জনগণ তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।’

দ্বিতীয় দফার নির্বাচনে নিজের বিজয়ে তুরস্কের জনগণের সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ মানসিকভাবে একাত্ম হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট এরদোয়ান। এজন্য তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন।

শেখ হাসিনা এরদোয়ান ও তাঁর পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাঁর মাধ্যমে তুরস্কের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এসআর