ঢাকা-১৭ আসনে প্রার্থী দিলেন রওশন, জাপা বলছে ‘আউট অব সিলেবাস’

ঠিকানা অনলাইন : চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য ঢাকা-১৭ সংসদীয় আসনে উপনির্বাচনে প্রার্থী দিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। নিজের মুখপাত্র কাজী মামুনুর রশীদকে তিনি ভোটে দাঁড় করাচ্ছেন। তবে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘এটি অবান্তর’ ও ‘আউট অব সিলেবাস’।

হুসেইন মুহম্মদ এরশাদের সময়ে জাপার প্রেসিডিয়াম সদস্য ছিলেন কাজী মামুন। জি এম কাদের দায়িত্ব নেওয়ার পর তিনি বাদ পড়েন। এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীর সঙ্গে যোগ দেন। পরে রওশন এরশাদের সঙ্গে ভেড়েন। দলের নেতৃত্ব নিয়ে রওশন এরশাদ ও জি এম কাদেরের তুমুল বিরোধের সাময়িক সমঝোতা গত জানুয়ারিতে হলেও, মাস দুয়েক ধরে প্রকাশ্য দ্বন্দ্ব চলছে দেবর-ভাবির মধ্যে।

নিয়ম অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন হয় দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের স্বাক্ষরে। রওশন এরশাদ জাপার প্রধান পৃষ্ঠপোষক।

এ বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ”প্রার্থী ঠিক করবে জাপার মনোনয়ন বোর্ড। মনোনয়ন দেবেন চেয়ারম্যান। এর বাইরে কে কী করছে সেগুলো ‘আউট অব সিলেবাস’। জাপা উপনির্বাচনে অংশ নেবে। যথাসময়ে প্রার্থী দেবে।”

রওশন এরশাদের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজী মামুনকে লাঙলের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ। মসিউর রহমান রাঙ্গা জাপা থেকে বহিষ্কার হয়েছেন।

তবে কাজী মামুন বলেন, তিনিই হবেন জাপার প্রার্থী। যথাসময়ে জি এম কাদের তাকে লাঙল প্রতীক দেবেন। জাপায় বিরোধ থাকতে পারে। কিন্তু নির্বাচনের বিষয়ে রওশন এরশাদ, জি এম কাদেরসহ সবাই ঐক্যবদ্ধ আছেন।

এসআর