ঢাবিতে গাড়িচাপায় নারীর মৃত্যু, পরিবারের মামলা

ঠিকানা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সাবেক এক শিক্ষকের প্রাইভেটকারের চাপায় রুবিনা আক্তার নামের এক নারীর মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ২ ডিসেম্বর (শুক্রবার) রাতে নিহতের ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ।

২ ডিসেম্বর (শুক্রবার) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেছেন, এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ওই শিক্ষক স্বাভাবিক ছিলেন কি না তা তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক পরিবহন আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। এ আইনে যাতে শিক্ষকের সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঢাবি এলাকায় গাড়িচাপায় যে নারীর মৃত্যু হয়েছে সেটা নিয়ে আমাদের মামলার কাজ চলমান। এটি খুবই অমানবিক ও মর্মান্তিক একটি ঘটনা। চালক সুস্থ হলে আমরা তাকে জিজ্ঞেস করব, কেন তিনি এমন করেছেন। চালকের সিটিস্ক্যান করা হয়েছে। আমরা এখনো চালকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। একটি নম্বর পেয়েছিলাম তার স্ত্রীর। কিন্তু কল দিলে রিং হয় কেউ ধরেন না, পরে মোবাইল বন্ধ পাওয়া যায়।

ঠিকানা/এম