ঢাবিতে ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭

ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ছাত্রদলের কমিটির সদস্যরা ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানাতে তরুণ চত্বর থেকে মিছিল নিয়ে এফ রহমান হলের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা রড লাঠি দিয়ে ছাত্রদলের মিছিলের উপর এলোপাতাড়ি হামলা চালায়।

ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ছাত্রদলের ৭ জনের মতো আহত হয়েছে বলে জানা যায়। আজ ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে ছাত্রদলের ২০-২৫ জন নেতাকর্মী নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের দিকে যাত্রা শুরু করার কয়েক মিনিটের মধ্যে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের নেতৃত্বে লাঠি, স্টাম্প নিয়ে হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলায় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এছাড়াও ৫-৬ জন আরও আহত হয়েছেন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ছাত্রদলের কর্মীরা।

ঠিকানা/এম