ঢাবি এলামনাইদের বনভোজন সম্পন্ন

নিউইয়র্ক : গত ১ জুলাই, রোববার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন লং-আইল্যান্ডের ওয়ানটাগ পার্কে আনন্দমুখর পরিবেশে বনভোজন আয়োজন করে। নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাইরা সকাল থেকেই ছায়াঘেরা দৃষ্টিনন্দন এ পার্কে সমবেত হয়ে পুরানো দিনের স্মৃতি রোমন্থনসহ আড্ডায় মেতে ওঠেন।
বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ, কৌতুক, সঙ্গীত, খেলাধুলাসহ সারাদিন সহপাঠী ও অতিথিদের আলাপচারিতায় দিনটি সবাই প্রাণভরে উপভোগ করেন। অংশগ্রহণকারীরা নানা রকমের ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়ে নিজেদের যোগ্যতা ও সক্ষমতার পরীক্ষায় অবতীর্ণ হন। বয়সের সীমারেখা কিংবা সংখ্যা অনেকেই অস্বীকার করে প্রচন্ড মানসিক জোরের কারণেই জয়ের মুকুট পরে বিজয়ের আনন্দে উল্লসিত হয়ে ওঠেন।
শিশু-কিশোরদের ক্রীড়ায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা হলো- লাইভা, প্রান্তি, আকিদ, আশরাফ অসীম, আদর তালুকদার, আরিয়ান, জাওয়াদ, ফারিভ, জান্নাতুল, আলীমা, ইসমাত, শুভ্র বড়ুয়া, আলভি ও অনিক বড়ুয়া।
বড়দের দৌড় প্রতিযোগিতায় প্রথম হন- ফজলুর রহমান; দ্বিতীয়- মনজুর এবং তৃতীয়- এনায়েত।
পঞ্চাশোর্ধ পুরুষদের দৌড়ে প্রথম স্থান লাভ করেন- গোলাম মোস্তফা; দ্বিতীয়- মো. জামান; তৃতীয়- লিয়াকত আলী।
মহিলাদের বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম- লতিফা; দ্বিতীয়- ফারনাজ সাদিয়া ও তৃতীয় হন তানি হাসান।
মিউজিক্যাল চেয়ার খেলায় প্রথম- নিশাত আজাদ; দ্বিতীয়- সেলিনা জামান ও তৃতীয় হন সঞ্জিতা দত্ত।
পুরুষদের বাস্কেটবল প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক ফখরুল আলম; দ্বিতীয় রাসেল এবং তৃতীয় হন এনায়েত।


অত্যাধিক গরমের কারণে রেফারির সিদ্ধান্তক্রমে পুরুষদের ফুটবল খেলা পেনাল্টি শটের মাধ্যমে জয়-পরাজয় নির্ধারিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের প্রাক্তণ সভাপতি মোল্লা মুনিরুজ্জামানের দল ৫-১ গোলের ব্যবধানে প্রাক্তণ সভাপতি আবুল কালাম আজাদের দলকে হারিয়ে জয়লাভ করেন। উভয়পক্ষে অংশ নেন- মিজান, সাইফুল, মুশতাক, লিয়াকত, মতিন, বিপ্লব, তাজুল, ফজলুর, সমীরন, অর্ণব, শুভ্র, অনিক, সলিম, দিলীপ, মোস্তফা প্রমুখ।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালেয়র মনোগ্রাম শোভিত ক্রেস্ট প্রদান করা হয়। বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি স্বপন বড়–য়া, প্রাক্তন সভাপতি মো. তাজুল ইসলাম, প্রাক্তন সভাপতি মোল্লা মুনিরুজ্জামান, প্রাক্তণ সভাপতি আবুল কালাম আজাদ তালুকদার, প্রাক্তন সাধারণ সম্পাদক ও বনভোজন কমিটির আহ্বায়ক গাজী সামস উদ্দীন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি সাঈদা আকতার লিলি, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক ফখরুল আলম, মেইন স্ট্রিম রাজনীতিবিদ তৈয়বুর রহমান হারুন, হানিফ মজুমদার, সাইফুল ইসলাম, লিয়াকত আলী, সমীরণ বড়–য়া, আব্দুল মতিন ও মাহফুজুর রহমান।
পুরস্কার বিতরণ পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন- তৈয়বুর রহমান, হারুন, ফখরুল আলম, তাজুল ইসলাম, সাপ্তাহিক বর্ণমালা পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান, সাঈদা আকতার লিলি, সুছন্দের সভাপতি এমদাদুল হক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুস সবুর, মোল্লা মুনিরুজ্জামান, আবুল কালাম আজাদ তালুকদার প্রমুখ।
এর আগে বনভোজন আয়োজন কমিটির আহ্বায়ক গাজী সামস উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
শেষ পর্বে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জয় করেন গোলাম মোস্তফা ও আফরোজা মিলি।
পুরো বনভোজনের বিভিন্ন পর্যায়ে সঙ্গীত পরিবেশন করেন সুরছন্দের এমদাদুল হক, নিউইয়র্কের অন্যতম জনপ্রিয় শিল্পী জেরিন মাইশা। এছাড়াও কৌতুক পরিবেশন করেন আব্দুল মতিন, আবৃত্তি করেন রাসেল ও গোলাম মোস্তফা। প্রেস বিজ্ঞপ্তি।