ঠিকানা রিপোর্ট : শো টাইম মিউজিকের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় অনুষ্ঠান ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২২। এই অনুষ্ঠান এবার হবে ১৬ অক্টোবর। কুইন্সের জ্যামাইকায় অ্যামাজুরা কনসার্ট হলে এদিন সন্ধ্যা ছয়টায় শুরু হবে। ইতোমধ্যে এই শো যারা উপভোগ করতে চান তাদের জন্য টিকিট ছাড়া হয়েছে। ব্রকলিনের সূচনা গ্রোসারী, জ্যাকসন হাইটসে খামার বাড়ী গ্রোসারী, ত্রিনেদী ইউএস, ব্রঙ্কসে খলিল বিরিয়ানী হাউজ, জ্যামাইকায় আপনার ফার্মেসীতে টিকিট বিক্রি হচ্ছে। এবারের টিকিটের মূল্য সাধারণ গ্যালারি ৫০ ডলার ও ১০০ ডলার। ভিআইপি ১৫০ ডলার আর ভিভিআইপি ২৫০ ডলার। সিআইপি ৫০০ ডলার। সেখানে সহস্ত্রাধিক দর্শকের জন্য থাকছে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ। দেশ থেকে দেশবরেণ্য অনেক খ্যাতনামা শিল্পী অনুষ্ঠানে যোগ দিবেন এর পাশাপাশি সেখানে থাকবেন প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। এই সব তথ্য জানান শোটাইম মিউজিক এন্ড প্লের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম।
ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২ এর অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গণের শিল্পীদের পুরস্কার দেয়া হবে। সেই সাথে থাকবে শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, অভিনেতা ও অভিনেত্রীরা গানের সাথে লিপসিং করবেন ও নত্যৃ পরিবেশন করবেন। থাকবে বিভিন্ন্ন নৃত্য শিল্পীর পরিবেশনায় থাকবে নাচ। মঙ্গলবার ৪ অক্টোবর বিকেলে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে শো টাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলম চলতি বছরের ঢালিউড অ্যাওয়ার্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। সেখানে তিনি ছাড়াও তার সাথে আরো উপস্থিত ছিলেন স্পন্সর ও ব্যবসায়ীদের কয়েকজন। নিউইয়র্কের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকগণ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আলমগীলর আলম খান বলেন, ঢালিউডের ২০তম আসর হবে বিশাল আয়োজনে। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক এ্যাওয়ার্ডস এর ২০তম আসর হবে বিনোদন জগতে এক নতুন বিস্ফোরণের মতো। এই সময় ঢাকা শহর ফাঁকা করে নিউ ইয়র্ক চলে আসবেন ঢালিউডের অধিকাংশ জনপ্রিয় সুপার স্টার। আলমগীর খান আলম বলেন, দর্শকের কথা বিবেচনা করে এবারের ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে জ্যামাইকার আমাজুরা হলের সুবিশাল অডিটোরিয়ামে।
আলমগীর খান আলম বলেন, বাংলাদেশ এবং বহির্বিশ্ব মিলিয়ে আনুমানিক ৩০ জন তারকা ২০তম ঢালিউডে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা থেকে আসা তারকাদের ভেতর থাকবেন চলচিত্রের পূজাচেরি, ইমন, টিভি থেকে মেহেজাবিন, তাশনিয়া ফারিন, তানজিন তিশা, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী সংগীত জগত থেকে আসবেন তাহসান, মীম, দিনাজ জাহান মুন্নি ও রিজিয়া পারভীন এবং ইন্ডিয়ান আইডিয়াল ক্ষেত খুদাবক্স। পাশাপাশি ঢালিউড এবং বলিউডের অনেক খ্যাতনামা নৃত্যশিল্পী এবং মডেল অংশ নেবেন বলেও জানা গেছে। ঢালিউড এওয়ার্ডস এর ২০তম টাইটেল স্পন্সর উৎসব ডটকম, ওয়াসিংটন ইউনিভারসিটি সাইনস এন্ড টেকনোলোজি, গোল্ডেন এজ হোম কেয়ার ও এনাকোন লিজন। আয়োজকের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় বাংলাদেশের বাইরে আয়োজিত সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক আলোচিত অনুষ্ঠানের সাথে জড়িত থাকার জন্য।
উল্লেখ্য, এবার ইতোমধ্যে যেসব শিল্পীরা ঢালিউডে আসার জন্য কথা ছিল এরমধ্যে সবচেয়ে আকর্ষণ ছিল বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খান। সাম্প্রতিককালের ঘটনার কারণে এবং বাংলাদেশে একসাথে পাঁচটি সিনেমার কাজ শুরু হতে যাওয়ার কারণে এই মুহুর্তে শাকিব খান আসতে চাইছেন না। পাশাপাশি শাকিব খানের ছবি সম্বলিত একটি পোস্টার ফেসবুকে প্রকাশ করার পর অনেকেই শোটাইমেই এই অনুষ্ঠানে না আসার আগ্রহ প্রকাশ করেন। ফলে শাকিব খানকে আপাতত বাদ রাখছেন। আলমগীর আলম বলেন, সব দিক বিবেচনা করেই শাকিব খানের সাথে আলোচনার মাধ্যমেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। শাকিব আসছেন না। কারণ তার কারণে অনুষ্ঠানে অন্য দর্শকরা না আসলে সমস্যা হবে। আবার তিনি আসলে দর্শকরা না আসলেও আমাদের সমস্যা হবে। এই কারণেই দ্বিপাক্ষিকভাবে আমরা একটি সিদ্ধান্ত। তবে শাকিব খান না থাকলেও থাকছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। শাকিব খান বুবলির বিয়ে, তাদের সংসার, সন্তান বীর এই সব প্রসঙ্গে বিভিন্ন আলোচনায় আসছেন। গত বছর ঢালিউড শাকিব খান এবং বুবলী দুইজনেই ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন। তবে তারা কোন পারফরমেন্স করেননি। তাদেরকে শো টাইম মিউজিকের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় এবং তারা অন্যান্যদের হাতে পুরস্কার তুলে দেন।
আলমগীর খান আলম বলেন, তাহসান খান আসছেন তিনি ইতোমধ্যে বাংলাদেশে থেকে রওয়ানা হয়েছেন। অন্যান্য শিল্পীরা ১২ ও ১৩ অক্টোবর আসার সিডিউল রয়েছেন। আলম বলেন, এবার ২০ তম আসর হচ্ছে। এই আসরে ৩০ জনের বেশি শিল্পী আসছেন। অনেক জমকালো আয়োজন করা হচ্ছে। আমরা ইতোমধ্যে টিকিট বাজারে ছেড়েছি। করোনা মুক্ত পরিবেশে আবার আমরা এবার আগের স্বাভাবিক সময়ের মতো অনুষ্ঠান করছি। আশা করছি দর্শকরা আসবেন এবং একটি ভাল অনুষ্ঠান উপেভোগ করতে পারবেন।
ঢালিউড অ্যাওয়ার্ডের ২০তম আসর ১৬ অক্টোবর
শাকিব বাদ, আসছেন পূজা চেরি