ঠিকানা রিপোর্ট : বাংলাদেশে এই সময়ে যাকে নিয়ে সবদিকে আলোচনা চলছে, তিনি বাংলাদেশের সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তাকে নিয়ে তার ভক্তদের কেউ আলোচনা করছেন, কেউ সমালোচনা করছেন। আবার কেউ কেউ নিন্দাও করছেন। এই অবস্থার মধ্যে তাকে নিয়ে শো টাইম মিউজিক ঢালিউড অ্যাওয়ার্ড করার মতো ঝুঁকি নিতে চায়নি। কারণ, তার সঙ্গে শো টাইম মিউজিকের চুক্তি ছিল, তিনি এখানে এসে ১৬ অক্টোবর অনুষ্ঠানে যোগ দেবেন। এ জন্য তাকে সম্মানী হিসেবে দেওয়া হবে ১৫ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ১৫ লাখ টাকারও বেশি। এই পারিশ্রমিকের অর্থ পেয়ে শাকিব খান নিউইয়র্কে তার সিনেমার কাজ শুরু করার কথা ছিল।
সূত্র জানায়, শাকিব খান তার ঘনিষ্ঠ একজনকে বলেছিলেন, শো টাইম মিউজিকের কাছ থেকে তিনি অর্থ পাওয়ার পর ওই অর্থ দিয়ে নিউইয়র্কে এক মাসের জন্য একটি বাসা ভাড়া করবেন। সেখানে তিনি থাকবেন এবং শ্যুটিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট যারা বাংলাদেশ থেকে আসবেন, তারাও থাকবেন। টানা শ্যুটিং করে সিনেমাটির কাজ শেষ করার কথা ছিল। কিন্তু তার সেই পরিকল্পনা এখন বাতিল করতে হয়েছে। কারণ, শো টাইম মিউজিকের ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খানের ছবি-সংবলিত পোস্টার প্রকাশ করার পর শতাধিক দর্শক শাকিব খানকে আনলে অনুষ্ঠানে আসবেন না বা থাকবেন না বলে মত দিয়েছেন। সেই সঙ্গে অনেকেই ফোন করেও নানাভাবে আয়োজকের কানে কথাটি তুলেছেন। এ কারণে শো টাইম মিউজিকের নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম কোনো ঝুঁকি নিতে চাননি।
এ ব্যাপারে আলমগীর খান আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, শাকিবের পোস্টার দেখে শতাধিক ব্যক্তি আপত্তি জানিয়ে বলেছেন, শাকিব এলে তারা অনুষ্ঠানে আসবেন না। যেকোনো অনুষ্ঠানের প্রাণই তো দর্শক। দর্শক না এলে অনুষ্ঠান সফল হবে না। তাই দর্শকের কথা বিবেচনা করেই শাকিব খানকে অনুষ্ঠান থেকে বাদ রাখা হয়েছে। তার সঙ্গে আলোচনা করেই এটি করা হয়েছে।
সূত্র জানায়, শো টাইম মিউজিকের পরিকল্পনা ছিল ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খান আসবেন। সেই সঙ্গে আসবেন হালের সেনসেশন পূজা চেরিও। বাড়তি চমক হিসেবে থাকবেন বুবলি। বুবলির ছবি পোস্টারে দেওয়া হয়নি চমকের জন্যই। এ নিয়ে বুবলির সঙ্গেও আয়োজকদের কথা হয়েছিল। তার সব প্রস্তুতি ছিল ঢালিউড অ্যাওয়ার্ড উপলক্ষে আমেরিকায় আসার এবং ১৬ অক্টোবর ঢালিউডের মঞ্চে যোগ দেওয়ার। কিন্তু শেষ পর্যন্ত শাকিব-বুবলীর ছেলে, বিয়েসহ বিভিন্ন প্রসঙ্গ সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য সব মাধ্যমে ছড়িয়ে পড়ায় সেটি আর সম্ভব হচ্ছে না। ফলে এখন শাকিব, বুবলী কেউই আসছেন না। এখন কেবল আসার কথা রয়েছে পূজা চেরির। তার ভিসা হয়ে গেছে।