তাঞ্জানিয়ায় ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৬

বিশ্বচরাচর ডেস্ক:: তাঞ্জানিয়ার লেক ভিক্টোরিয়াতে যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা ১৩৬ জনে দাঁড়িয়েছে। ২১ সেপ্টেম্বর রাতে দেশটির পুলিশ প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উকেরেউই ফেরিঘাটের কয়েক মিটার দূরে এমভি নিয়েরেরে নামের ফেরিটি উল্টে যায়। সেখানে তিন শতাধিক যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঞ্জানিয়ার লেক ভিক্টোরিয়াতে ডুবে যাওয়া ফেরি উদ্ধারের কাজ চলছে।

জাতির উদ্দেশ্যে ভাষণে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি চার দিনের শোক ঘোষণা করেছেন। ফেরিডুবির ঘটনায় সরকার দেরিতে সাড়া দিয়েছে বলে বিরোধী রাজনীতিকদের সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট। দুর্যোগ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের উপর বিষয়টি ছেড়ে দেয়া উচিত।