তাত্ত্বিক গুরুর মেয়েকে হত্যার জন্য ইউক্রেনকে দুষলেন পুতিন

ঠিকানা অনলাইন : নিজের ঘনিষ্ঠ বন্ধু আলেকজান্দার দাগিনের মেয়ে দারিয়া দাগিনাকে হত্যাকাণ্ডের ঘটনায় ইউক্রেনের বিশেষ বাহিনীকে দোষারোপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই হত্যাকে ‘জঘন্য’, ‘নির্মম’ অপরাধ আখ্যা দিয়েছেন তিনি। দাগিনা খুবই ‘বুদ্ধিমতি’ এবং ‘গুণী’ ছিলেন বলেও প্রশংসা করেছেন পুতিন। ‘তাত্ত্বিক গুরুর’ মেয়ে নিহতের পর এই প্রথম এক প্রতিক্রিয়ায় এসব তথ্য জানান রাশিয়ার প্রেসিডেন্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত শনিবার রাতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাশিয়ার রাজধানী মস্কোর কাছে বোমা বিস্ফোরণে নিহত হন সাংবাদিক দারিয়া দাগিনা। তার বাবা ‘পুতিনের মস্তিষ্ক’ খ্যাত আলেকজান্দার দাগিনই এই গাড়িবোমা হামলার লক্ষ্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেইনে রুশ সেনা পাঠানোর পক্ষে শক্তিশালী অবস্থান নেওয়া কট্টর জাতীয়তাবাদী দাগিন পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে দেশে-বিদেশে পরিচিত।

রুশ গণমাধ্যমের তথ্যানুযায়ী, বাবা-মেয়ে দুজনেরই গত শনিবার সন্ধ্যার এক অনুষ্ঠান শেষে একসঙ্গে এক গাড়িতে করেই বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দাগিন আর ওই গাড়িতে ওঠেননি। পথে গাড়িটি বিস্ফোরিত হয়। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী গতকাল সোমবার এ হামলার ঘটনায় ইউক্রেনের নিরাপত্তা বাহিনী জড়িত বলে দোষারোপ করেছে। তবে ইউক্রেন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।

ঘটনার পর রুশ প্রেসিডেন্ট পুতিন সোমবার দাগিনার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। সেই সঙ্গে ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ ঘটনার জন্য ইউক্রেনকে দোষারোপ করে এর তীব্র নিন্দা করেন।

ঠিকানা/এম