ঠিকানা রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে শিরোপা জয় এবং এই জয়ের পেছনে সবচেয়ে বেশি অবদান রাখার কারণে ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম তামিম ইকবালকে একটি দামি হাতঘড়ি উপহার দিয়েছেন। তিনি তামিমকে ঘড়ি উপহার দেন। যতটুকু জানা গেছে ওই ঘড়িটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। ঘড়িটি সিলভার কালারের। এই খবর সালমানের দিক থেকে প্রকাশিত না হলেও তামিম ইকবাল তা প্রকাশ করেছেন। উপহার পেয়ে তামিম সেটা এক স্ট্যাটাস দিয়ে সবাইকে জানিয়ে দেন।
দেশের সফল মানুষদের কাজে অনুপ্রেরণা জোগাতে ও তার কাজ দিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পেছন থেকে পৃষ্ঠপোষকতা ও কাজ করেন একজন মানুষ। তিনি তার এই সব কাজের জন্য প্রচার চান না। তিনি অনেকটাই প্রচার বিমুখ। প্রচারণা চান না বলে তার অনেক ভাল কাজের খবরও অনেকেরই অজানা। নিজের ভাল লাগে বলে কাজ করেন। মানুষকে সাহায্য করার নজির রয়েছে তার অসংখ্য। তিনি মানুষকে নানা ধরণের উপহার দিতে পছন্দ করেন। প্রিয় মানুষদের উপহার দেওয়ার অভ্যাস নিয়মিত বিষয়। তিনি হলেন তরুন প্রজন্মের সফল ব্যবসায়ী ব্যক্তিত্ব ওরিয়ন গ্রুপের এমডি সালমান ওবায়দুল করিম। দেশে বিদেশের অনেকেই তার কাছ থেকে বিভিন্ন সময়ে নানা ধরণের উপহার পেয়েছেন। এছাড়া জ্ঞানী গুনীজনদের উপহার দিয়ে সম্মানিত করার অভ্যাস সালমানের অনেক দিনের। তিনি শুধু দেশের খ্যাতনামা একটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নন পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেরও পৃষ্ঠপোষক। ক্রিকেটেরও তিনি বড় পৃষ্ঠপোষকদের একজন। বাংলাদেশে একে একে তারা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বলে যে কাজগুলো আছে তাও তারা করছেন। প্রতিবছর তার কোম্পানী থেকে উল্লেখযোগ্য সংখ্যক মেধাবীকে স্কলারশিপ প্রদান করা হয়। খেলার ক্ষেত্রেও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টের স্পন্সর করে আসছেন। বিপিএল-এ তারদল অংশ নিয়ে থাকে।
জানা গেছে, বিপিএলএর শিরোপা জয়ের ম্যাচে ঢাকার বিপক্ষে তামিম ৬১ বলে ১৪১ রান করেন। তার এই রানে জয়ের কারণে ও দানবীয় ইনিংসে জয়ের উপহার স্বরূপ তামিমকে সালমান এই ঘড়িটি দেন। সালমান ওবায়দুল করিম তাকে ঘড়ি উপহার দেওয়ার পাশাপাশি একটি চিঠিও লিখে পাঠিয়েছেন। ওই চিঠি পেয়েও অনুপ্রণিত তামিম ইকবাল।
তামিম ইকবাল সালমানের কাছে উপহার পেয়ে বিষয়টি আর চেপে রাখতে পারেননি। তার এই আনন্দ ভাগাভাগি করেছেন তার দর্শক ভক্তদের সঙ্গে। সেই জন্য তামিম, ইকবাল ১০ ফেব্রুয়ারি রবিবার তার ইনস্টাগ্রামের এ্যাকাউন্টে ঘড়ি ও চিঠির কথা জানান দেন। সেখানে তিনি উপহার হিসেবে পাওয়া ঘড়ি ও চিঠির ছবি পোস্ট করেন। তিনি ক্যাপশনে লিখেছেন, চিঠির কথা। সেখানে বলেছেন, চিঠির কথাগুলো আমাকে ছুঁয়ে গেছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তিনি উপহার ও চিঠির জন্য সালমানকে ধন্যবাদ জানান। এবারের বিপিএল এ কারা জয়ী হবে এনিয়ে ছিল অনেক জল্পনা কল্পনা। সেই জল্পনা কল্পনা ও উত্তেজনার উপশম হয় তামিমের অবসান ঘটে পারফরমেন্সে। বিপিএলের ফাইনালে ঢাকার বিপক্ষে কুমিল্লা জয় লাভ করে। এই জয়ের মূল কারিগর ছিলেন তামিম ইকবাল। ওই খেলায় তিনি ১৪১ রান করেন। তার রানের অনবদ্য ইনিংসে ভর করেই জয় পায় কুমিল্লা। এই ইনিংসের কারণে কুমিল্লাকে এনে দেয় দ্বিতীয় শিরোপার স্বাদ। ফলে তামিম ম্যাচ সেরা হিসাবে লাভ করেন একহাজার ইউএস ডলার। শুক্রবার দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখার কারণে মালিক পক্ষের কাছ থেকে তামিম এই উপহার লাভ করেন। তামিম দূর্দান্ত পারফরমেন্স করেছেন। সালমান ওবায়দুল করিম ও তার প্রতিষ্ঠানের সংশ্লিস্টরা মনে করেন আগামী দিনেও তামিম আরো ভাল করবেন। কুমিল্লাও আগামী বিপিএলএ ভাল করবে।