স্পোর্টস রিপোর্ট : হ্যামিল্টনে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর বীরত্বের পরও ইনিংস হার এড়াতে পারল না বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টটি ৫২ রান ও ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারীরা। নিউজিল্যান্ডের রানের পাহাড়ের বিপরীতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক সময় ১২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার মিলে দলকে টেনে নিয়ে যান। দুইজনের জুটিতে আসে ২৩৫ রান। সেঞ্চুরির দেখা পান দুই ব্যাটসম্যানই।
প্রথমে সেঞ্চুরি তুলে নেন সৌম্য। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলতে মাত্র ৯৪ বল খরচ করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। সেঞ্চুরির পথে ৫টি ছক্কা ও ১২টি ৪ মেরেছেন তিনি।
এর মধ্য দিয়ে টেস্টে দ্রæততম সেঞ্চুরির রেকর্ড তামিম ইকবালের সাথে নিজের নাম যুক্ত করলেন সৌম্য। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম। যা টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দ্রæততম সেঞ্চুরি। গত ৩ মার্চ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন সৌম্য তামিমের এই রেকর্ড ছুঁয়ে। এ দিন হয়তো তামিমকেও ছাড়িয়ে যেতে পারতেন সৌম্য। ৯২ বলে ৯৯ রান ছিল তার। পরের বলে ১ রান নিলেই রেকর্ড। কিন্তু টিম সাউদির বলটি থেকে রান নিতে পারেনি সৌম্য। তবে পরের বলে রান নিয়ে তামিমের পাশে ঠিকই নিজের নাম লিখিয়ে রাখলেন।