তারেকসহ ৩ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি হচ্ছে

রাজনীতি ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ধরিয়ে দিতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে তারেক রহমান, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান- এই তিনজনের প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদ- ঘোষণা করার সময়ে তাদের পলাতক দেখানো হয়। দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির সাহায্য নিচ্ছে বাংলাদেশ।