তাল গাছের দশা

কানু রঞ্জন দত্ত

কোন এক গৃহস্বামীর ছিল বিরাট তাল তরু
অর্থ জোগাত, সারা ভাদ্র পিঠা খাওয়া হতো যে শুরু।
বাবুই পাখিরা বাসা বুনত যে, কত আড়াআড়ি
এলাকায় সবে নাম দিয়েছে যে, তাল তলা বাড়ি।
একদা জন্ম নিলো যে পরগাছা শিশু বটের চারা
অবহেলায় দিন যায় তো কাটিতে নাইকো সাড়া।
ধীরে ধীরে তাল গাছকে সাপের মতো ধরে বেড়িয়ে
পরগাছা হয়ে বিরাট আকার রয়েছে দাঁড়িয়ে।
সত্যিকারের বটগাছ না, পরগাছা বলি সবারে
তার গাছ ঢুকিয়ে দিলো বটের পেটের ভেতরে।
তাল গাছ শ্বাসরুদ্ধ মরণ-পথে হেরে সবাই
তাল তলা নাই, বট তলা বাড়ি হয়েছে যে তাই।
যত সব অন্যায় সন্ত্রাস, নব সৃষ্টি এ ধরায়
অঙ্কুরে বিনাশ কর, নাইকো মোদের উপায়।
অন্যায়ের প্রশ্রয়েতে হবে ভয়ঙ্করে পরিণত
কুচক্রের জালে বন্দী হবে, তাল গাছটার মতো।
-নিউইয়র্ক