দলিলুর রহমান :
১.
বিশ্বের সর্বশ্রেষ্ঠ দস্যু ও চোর
তবু কেন এ বিশ্বের নেতা-নেত্রীরা
তাদেরকে সম্মান করতে বিভোর
২.
ভারতে তারা তাদের প্রয়োজনে
যা কিছু করেছে সব নির্মম
টাই পরে সেজেছিল ভদ্র সম্ভ্রম
৩.
আমাদের ঘরে ঢুকেছিল ভদ্রবেশে
মেরেকেটে লুটপাট অবশেষে
মুকুট পরে লবস্টার খায় দেশ-বিদেশে