তিন মাসে বন্ধ হলো ৫ হাজার রিটেইল স্টোর

ঠিকানা ডেস্ক : গ্যাপ, ভিক্টোরিয়া’স সিক্রেট, জেসি পেনি এক দিক থেকে একই পাটাতনে এসে দাঁড়িয়েছে। চলতি বছরে প্রতিষ্ঠানগুলো অধিকসংখ্যক রিটেইল স্টোর বন্ধের ঘোষণা দিয়েছে। কোরসাইট রিসার্চের বরাতে জানা গেছে, চলতি বছরের মার্চ নাগাদ ৪ হাজার ৮১০টি রিটেইল স্টোর বন্ধের ঘোষণা দিয়েছে এসব রিটেইলার। খবর সিএনবিসি।

গত বছর কোরসাইট রিসার্চের হিসাবে ৫ হাজার ৫২৪টি রিটেইল স্টোর বন্ধের হিসাব পাওয়া গিয়েছিল, যা ২০১৭ সালের রেকর্ড ৮ হাজার ১৩৯টির চেয়ে ৩০ শতাংশ কম। চলতি বছরের প্রথম তিন মাসের মধ্যেই চার হাজারের বেশি রিটেইল স্টোর বন্ধের মাধ্যমে ইঙ্গিত স্পষ্ট, চলতি বছরটি রিটেইলারদের জন্য সবচেয়ে খারাপ বছর হিসেবে দেখা দিতে পারে।
ডলার ট্রি গত সপ্তাহে ৩৯০টি ফ্যামিলি ডলার স্টোর বন্ধের ঘোষণা দিয়েছে। পোশাক রিটেইলার অ্যাবারক্রমবি অ্যান্ড ফিচ জানায়, তারা তাদের ৪০টি স্টোর বন্ধের কথা ভাবছে। দেউলিয়া ঘোষিত পোশাক কোম্পানি শার্লট রুজ দেনা শোধের লক্ষ্যে সম্পদ বিক্রি শুরু করেছে। এখন নিজেদের ৫০০টি স্টোর বন্ধ করতে যাচ্ছে কোম্পানিটি। রিটেইল স্টোর বন্ধের এ মিছিলে যোগ দিয়েছে বিশ্বের বৃহত্তম তিন কোম্পানির একটি অ্যামাজন। হোল ফুডস স্টোর, কোল স্টোরসহ যুক্তরাষ্ট্রজুড়ে নিজেদের ৮৭টি পপ-আপ স্টোর আগামী এপ্রিল থেকে বন্ধ করতে যাচ্ছে জায়ান্ট কোম্পানিটি।
কোরসাইট রিসার্চ বলছে, সব মিলিয়ে গত ৮ মার্চ শুক্রবার নাগাদ চলতি বছর ৪ হাজার ৮১০টি স্টোর বন্ধের ঘোষণা দিয়েছে রিটেইলাররা। শুধু এক সপ্তাহ আগেই এ সংখ্যা ছিল ৪ হাজার ৩০৯। কোরসাইটের গবেষণায় আরো দেখা গেছে, ২০১৯ সালে এ পর্যন্ত ২ হাজার ২৬৪টি নতুন স্টোরও চালু হয়েছে। নতুন চালু হওয়া স্টোরগুলোর মধ্যে রয়েছে ফিটনেস ব্র্যান্ড পেলোটন, আল্টা বিউটির মতো প্রতিষ্ঠান। এছাড়া রয়েছে অনলাইনে পোশাক বিক্রির প্রতিষ্ঠান ইন্দোচীনো ও রস স্টোরস। তবে নতুন চালু হওয়ার স্টোরের চেয়ে বন্ধ হওয়া স্টোরের সংখ্যাই বেশি। বর্তমানে শূন্য স্টোরগুলোয় নতুন ব্যবসায়িক আইডিয়ার কথা ভাবছে রিয়াল এস্টেট মালিকরা।
চলতি বছরে রিটেইল স্টোর বন্ধের দিকে এগিয়েছে গ্যাপ, জেসি পেনি, ভিক্টোরিয়া’স সিক্রেট, টেসলা ও চিকো’স। দুই বছরের মধ্যে নিজেদের ২৩০টি রিটেইল স্টোর বন্ধ করে দেবে গ্যাপ। চলতি অর্থবছরে বন্ধ হচ্ছে অন্তত ৫০টি স্টোর। এছাড়া নতুন কোনো স্টোর চালু বা স্থানান্তরের কথা ভাবছে না এক সময়ের জনপ্রিয় এ ফ্যাশন ব্র্যান্ড।
অবশ্য রিটেইল স্টোর বন্ধের মহোৎসবের মধ্যেই নিউইয়র্কে বিশাল শপিং মল চালু করতে যাচ্ছে রিয়েল এস্টেট ডেভেলপার রিলেটেড। চলতি সপ্তাহে হাডসন ইয়ার্ডসে দ্য শপস নামে ওই শপিং মলটি যাত্রা করবে।