তীব্র দাবদাহে পুড়ছে আর্জেন্টিনা

ঠিকানা অনলাইন : তীব্র দাবদাহে অসহনীয় হয়ে পড়েছে আর্জেন্টিনার জনজীবন। ২ মার্চ (বৃহস্পতিবার) দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সসহ এর আশপাশের এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। খবর রয়টার্সের।

গত কয়েকদিন ধরেই তীব্র দাবদাহের কবলে পড়েছে আর্জেন্টিনা। অসহনীয় এ গরমে অসুস্থ হয়ে পড়ছেন স্থানীদের পাশাপাশি পর্যটকেরাও। তাই সুস্থ থাকতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

অনেকে হোটেলে থাকলেও অতিরিক্ত এ গরমের সময় এসিগুলো কাজ করছে না ঠিকমত। এতে, অতিষ্ট হয়ে উঠছে জনজীবন। সামনের দিনগুলোতে দেশটিতে তাপমাত্রা আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

একদিকে অসহনীয় গরম, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। এ ছাড়া জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে গেল দুইদিন বিদ্যুৎহীন ছিল দেশটির বেশিরভাগ অঞ্চল। এতে আরও অসহনীয় পর্যায়ে পৌঁছেছে গরম।

ঠিকানা/এসআর