
মিজানুর রহমান মিজান :
তুমি আমায় নদী দিলে
সঙ্গে দিলে স্রোত,
সেই স্রোতে ভাসতে ভাসতে
হয় না দেখা তট।
তুমি আমায় সাগর দিলে
সঙ্গে দিলে ঢেউ,
সেই ঢেউয়ে তলিয়ে গেলাম
দেখল না তো কেউ।
তুমি আমায় আকাশ দিলে
সঙ্গে কালো মেঘ,
আঁধার কালোয় ঢেকে গেলাম
বুঝলে না মনের আবেগ।
তুমি আমায় প্রেম দিলে
সঙ্গে লোনা জল,
সদাই যেন ভাসি আমি
আঁখি ছলছল।
তুমি আমায় আদর দিলে
দিলে কতই ব্যথা,
কথায় কথায় এখন বলো
ভালো লাগে না তোমার কথা।