তুমি আমি কাব্য

সৈয়দ হাসমত আলী

তোমার সুদূর চেতনার লক্ষ্যে
আমি কখনো উচ্ছ্বাসিত, কখনো বিমোহিত
আমার মধ্যে জন্ম নেয় প্রতিদিন
জীবনের ভেতরে অন্য জীবন।

তোমার মধ্যে যখন একাত্ম হই
রক্তে জাগে নেশার আচ্ছন্নতা।
সূর্যের প্রখর জ্বালাময়ী আগুন
নিভে যায় পলকের আলোকে।

অতঃপর শান্ত সুবোধ হয়ে
বুঝে জড়িয়ে অনুভব করি।
সহস্র চুম্বনে তোমাকে নারী থেকে
আদর্শ রমণী হতে হবে।

তোমাকে নিয়েই রচিত হবে
আগামী স্বপ্নের পৃথিবী।
তুমি আমি আর কাব্য
নিয়েই আমাদের ভুবন।