ঠিকানা অনলাইন : তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে এবার নারী গভর্নর নিয়োগ দিয়েছেন এরদোয়ান। দেশটির ইতিহাসে এবারই প্রথম কোনো নারী কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ পেলেন। হাফিজে গায়ে এরকান, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নরের পদ পাওয়া নারী। বয়স কেবল ৪১। তবে এই ৪১ বছরেই করপোরেট বিশ্বে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তার। বাণিজ্যিক সেবা, ব্যাংকিং, বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রযুক্তিক্ষেত্রে নানারকম পেশাগত দক্ষতা রয়েছে হাফিজের। তবে এবার এরদোয়ানের শাসনামলে চাপে থাকা অর্থনীতি পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তার সামনে।
১৯৮২ সালে তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন হাফিজে। বাবা প্রকৌশলী এবং মা গণিত ও পদার্থবিদ্যার শিক্ষক। শৈশব থেকেই মেধাবী শিক্ষার্থী হাফিজে পড়াশুনা করেছেন ইস্তাম্বুল হাইস্কুলে। পরে দেশটির বোগাজিসি বিশ্ববিদ্যালয়ে শিল্পপ্রকৌশল নিয়ে পড়াশোনা করেন।
২০০৬ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনির্ভার্সিটি থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন তিনি। ২০১৫ ও ২০১৬ সালে ঐতিহ্যবাহী হার্ভার্ড বিজনেস স্কুল ও স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসে পড়াশোনা করেছেন হাফিজে। ২০০৫ সালে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসে সহযোগী হিসেবে কাজ শুরু করেন হাফিজে। ২০১১ সালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হন তিনি।
২০১৪ সালে ফার্স্ট রিপাবলিক ব্যাংকে যোগ দেন তিনি। এরপর ২০২১ সালে তিনি প্রতিষ্ঠানটির সহপ্রধান নির্বাহী কর্মকর্তা হন। গত বছর হাফিজে যুক্তরাষ্ট্রভিত্তিক আবাসন খাতের বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রেস্টোনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পান।
তুরস্কে হাফিজে খুব একটা পরিচিত মুখ নন। তবে ২০১৮ সালে তিনি ‘ফোরটি আন্ডার ফোরটি’ তালিকায় স্থান পেয়েছিলেন। ক্রেইন নিউইয়র্ক বিজনেস ও সান ফ্রান্সিসকো বিজনেস টাইমস ৪০ বছরের কম বয়সী বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের এ তালিকা করেছিল। এতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ১০০টি ব্যাংকের একমাত্র নারী প্রেসিডেন্ট বা সিইও হাফিজে।
ঠিকানা/এম