তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প : জীবিত উদ্ধারের আশা নেই, ব্যবহার হচ্ছে ভারী যন্ত্রপাতি

ছবি : এপি

ঠিকানা অনলাইন : স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। তাদের খবর অনুযায়ী এ সংখ্যা ক্রমশ বাড়ছে। এই ভয়াবহ দুর্যোগে এখনো নিখোঁজ অনেক মানুষ। ১৮ ফেব্রুয়ারি এক খবরে আলজাজিরা লিখেছে- ভূমিকম্পের ১২ দিন পর এখন জীবিত মানুষ উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে তুরস্ক। হালকা যন্ত্রপাতির বদলে তাই বুলডোজার ও অন্যান্য ভারী উদ্ধারযন্ত্র ব্যবহার করছে তারা।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে- ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর আনতাকিয়া শহরের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফলে সম্ভাবনা কমে গেলেও জীবিত মানুষ উদ্ধারের আশা একেবারেই ছাড়ছেন না স্বজনরা। ভূমিকম্পে দেশ দুটিতে আড়াই লাখের বেশি অ্যাপার্টমেন্ট গুঁড়িয়ে গেছে। ভবন ধসের জন্য দায়ী করে ডেভেলপারসহ ১০০ জনের বেশি মানুষকে আটকের নির্দেশ দিয়েছে তুরস্ক।

অবশ্য কয়েকদিন ধরে সিরিয়ায় নতুন মরদেহ উদ্ধার হয়নি। বিদেশী বিভিন্ন উদ্ধারকারী সংস্থা উদ্ধারকাজে ইস্তফা দিলেও দেশীয় দলগুলো তাদের উদ্ধারকাজ অব্যাহত রেখেছে। তারা এখনো জীবিত মানুষ উদ্ধারের আশা করছেন।

এদিকে ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়াকে সহায়তার জন্য বিভিন্ন দেশ ও আর্থিক সংস্থার পাশাপাশি এগিয়ে এসেছে জাতিসংঘ। সিরিয়ানদের জন্য প্রায় ৪০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণার পর তুরস্কের জন্য ১০০ কোটি ডলারের তহবিল গঠনের কাজে হাত দিয়েছে সংস্থাটি।

ঠিকানা/এম