ঠিকানা অনলাইন : ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে বিশাল সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। তারপর ফাহিমা তৃষ্ণার হ্যাটট্রিক। তাতে মাঠ বদলের দিনে জয়ে ফিরেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ৮৮ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগ্রেসরা।
৬ অক্টোবর বৃহস্পতিবার সিলেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মালয়েশিয়াকে ১৩০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর নারী এশিয়া কাপের এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামা মুর্শিদা খাতুন অর্ধশতকের দেখা পান। জবাবে মালয়েশিয়া ১৮.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৪১ রানের বেশি করতে পারেনি।
মালয়েশিয়ার কোনো ব্যাটারই দুই অঙ্কের রানের দেখা পাননি। নুর আরিয়ানা ও এলসা হান্টার করেন সর্বোচ্চ ৯ রান। এ ছাড়া হামিঝা হাশিম করেন ৮ রান।
এই ম্যাচেই প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নেমেছিলেন টাইগ্রেস পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। অভিষেক ম্যাচেই গড়েছেন হ্যাটট্রিকের কীর্তি। ৪ ওভারে ১২ রান দিয়ে তিনি তিনটি উইকেটই শিকার করেছেন। এ ছাড়া ফাহিমা মেঘলা ও রোমানা নিয়েছেন দুটি করে উইকেট। তবে ১৫৫.৮৮ স্ট্রাইক রেটে ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেলে অধিনায়ক জ্যোতি হয়েছেন ম্যাচসেরা।
ঠিকানা/এনআই