তোমাকে খুঁজি আমি

সুমন শাহনেওয়াজ :

তোমাকে খুঁজি আমি
পথে পথে ঘাটে ঘাটে
ক্লান্ত পথিক বেশে
একাকী চুপিসারে নির্জনে নীরবে
ধুলোবালি আর
সোঁদা মাটির গন্ধে
যেখানে আকাশ
আর কাদা মাটিতে এখনো মাখামাখি
শরতের অগোছালো কাশবনে।
তোমাকে খুঁজি আমি
স্রোতস্বিনী ধানসিড়ি নদীর বাঁকে বাঁকে
তোমার আমার কাক্সিক্ষত মিলন মোহনায়।
তোমাকে খুঁজি আমি
গাঙচিল বুনোহাঁস ধবল বক
আর
নাম না-জানা কত অতিথি পাখির মাঝে।
তোমাকে খুঁজি আমি
ধানসিড়ি নদীর পশ্চিম তীরে
সূর্যাস্ত গোধূলির জোনাকি জ্বলা
আবিরমাখা সন্ধ্যাবেলায়।

তোমাকে খুঁজি আমি
পলাশ শিমুল কৃষ্ণচূড়া বনে
তোমার কপালের সিঁথির সিঁদুরের রঙে।
তোমাকে খুঁজি আমি
শীতের তীব্রতা ভেঙে রাত্রি দ্বিপ্রহরে
তোমার আবেগী আলিঙ্গনের আহ্বানে।