সেলিম ইকবাল :
মানসিক চঞ্চলতা যখনই দুরন্তপনার আসক্তে,
আমার অন্তর গহিনেরা তখন বিবস্ত্র খোঁজে তোমাতে!
যৌবনের দুরন্তর সিক্ত চুম্বনে উষ্ণ খোঁজে পরিতোষ,
বুঝে নিয়ো, আমার দৃষ্টি সুরমায় চৈতন্যের মগ্ন চরস!
মন চিরকালই নবীন, দেহময় হোক না প্রবীণ,
জীবনের তবুও অভিলাষ অন্বেষণ তোমারই নীড়ে।
চিরকালই মন নবীভূত, মনের গভীরতা রঙিন
যদি ডাকো আর থাকো, আমায় নিয়েই স্বপ্নপুরের ভিড়ে!
অনন্তকাল ধরে থাকো, তবে আমি সেই দুস্তর দুর্গমÑ
পাহাড় ডিঙিয়েÑতোমার ঐ সীমান্তে এসে সহসাই আমিÑ
হাজির হব। আমি শান্ত হব তোমার বুকেই আছড়ে পড়ে,
আমি পরিতৃপ্ত তোমারই কোমলময়ী নিতম্বিনী ছুঁয়ে!
নয়নাভিরাম অরণ্যে, তোমায় সাজিয়েছে নবীয়সী,
অপূর্ব পূর্ণতায় নীল-সোনালি, তুমি নির্ঝরের হিমাদ্রি!
হৃদয়ের ধূম্র বর্ণ অনন্ত স্রোতের নগ্নতা যেন ধিঙ্গি
নিরুদ্দিষ্ট পথের অত্যুষ্ণ অন্তর্গূঢ় অন্তরজুড়ে তুমি।
আমার অভীপ্সা তোমাকে পাওয়ার উষ্ণ দেহটা প্রতীক্ষাতে,
বুঝে নাও অন্তরেরই স্পন্দনÑতোমার প্রতিবিম্ব আমাতে!