ত্যাগের স্বাধীনতা

মো. আবু তাহের চৌধুরী :

সাতই মার্চের ভাষণ শেষে
পঁচিশ তারিখ রাতে এসে
পাক হায়েনাগণ,
নির্বিচারে গুলি করে
ঘুমের মানুষ হত্যা করে
শুরু করে রণ।

অস্ত্র বনাম লাঠির যুদ্ধ
বাংলা করল অবরুদ্ধ
ধর্ষণ খুনে মত্ত,
বীর বাঙালি রুখে দিয়ে
লাঠি হাতে সাহস নিয়ে
রক্তে কিনে স্বত্ব।

ভাই হারালাম তিরিশ লক্ষ
সম্ভ্রমহানি হয় দুই লক্ষ
করতে স্বাধীন দেশ,
ভাঙল কত ব্রিজ ও কালভার্ট
পুড়ল বাড়িঘর শস্যপাট
নাই যে তাহার শেষ।

ষোলো তারিখ ডিসেম্বরে
ত্যাগের ফসল এল ঘরে
পাকে করল সন্ধি,
ভেঙে তাদের অধীনতা
আনি মোরা স্বাধীনতা
উল্টো করি বন্দী ॥