স্পোর্টস রিপোর্ট : অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ উইকেটে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতল ত্রিনবাগো নাইট রাইডার্স। এটা এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্টে তাদের তৃতীয় শিরোপা।
দলটি প্রথমবার শিরোপা জেতে ২০১৫ সালে। সেবার তাদের নাম ছিল ত্রিনিদাদ অ্যান্ড টবাগো রেড স্টিল। আর দ্বিতীয় শিরোপা জেতে গতবারই ২০১৭ সালে। এ দিকে এ নিয়ে চারবার ফাইনালে উঠেও শিরোপা জিততে ব্যর্থ হয় গায়ানা।
এ দিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করে গায়ানা। জবাবে ১৫ বল হাতে রেখেই ১৫০ রান করে জয় তুলে নেয় ত্রিনবাগো। ম্যাচ সেরা হয়েছেন খ্যারি পিয়েরে। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নিউজিল্যন্ডের ব্যাটসম্যান কলিন মানরো। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে গায়ানা। ত্রিনবাগোর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। গায়ানার হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন লুক রনকি। একটি ছক্কা ও ৬টি চারে সাজিয়ে ৩৫ বলে এ রান করেন তিনি। এ ছাড়া জেসন মোহাম্মদ ২৪ ও সিমরন হেটমেয়ার ১৫ রান করেন। শেষ দিকে রায়াত এমরিত ১৪ রানে অপরাজিত থাকেন। ত্রিনবাগোর হয়ে ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন পিয়েরে। অধিনায়ক ড্যারেন ব্রাভো নিয়েছেন দু’টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে কলিন মুনরোর বিস্ফোরক ব্যাটিংয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ত্রিনবাগো। মুনরো ৩৯ বল খেলে করেন অপরাজিত ৬৪ রান। যার মধ্যে ছিল তিনটি ছক্কা ও ছয়টি চারের মার। এ ছাড়া দিনেশ রামদিন ২৪ ও ব্রেন্ডন ম্যাককালাম ২৪ বলে ৩৯ রান করেন।