ত্রিশ বছর বয়সেই ৭১০ কোটি টাকা সম্পত্তির মালিক

ঠিকানা ডেস্ক : বয়স এখনো ৩০ পার হয়নি, তার আগেই কিনা আট কোটি ৪০ লাখ ডলারের [প্রায় ৭১০ কোটি টাকা] সম্পত্তির মালিক। তবে এটাই গায়িকার পুরো ধন-সম্পদের বিবরণী নয়, এটা শুধু বাড়ির হিসাব। সব মিলিয়ে সম্পদের পরিমাণটাও চমকে ওঠার মতোই! ২৮ কোটি ডলার (প্রায় দুই হাজার ৩৬৬ কোটি টাকা) একটি ম্যাগাজিন গায়িকার সাতটি বাড়ির ওপর ‘গবেষণা’ করে এই খবর প্রকাশ করেছে।
সেখানে দেখা যাচ্ছে, ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক! যুক্তরাষ্ট্রের অনেক বড় শহরেই বিরাট বিরাট বাড়ি আছে সুইফটের। সাত বাড়ির তিনটি সাত বেডরুমের, যেগুলোর আয়তন মোটামুটি ১০ হাজার বর্গফুটের মতো। ১০টি করে বাথরুম আছে বাড়িগুলোতে। অন্য বাড়িগুলো সাত, চার ও তিন বেডরুমের।
বেভারলি হিলসের বাড়িটি আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট, দুই হাজার ৯৫০ বর্গফুটের, যেটির মূল্য ২৮ লাখ ডলারেরও বেশি। সবচেয়ে বড় বাড়িটিও বেভারলি হিলসে। প্রায় ১১ হাজার বর্গফুট। জায়গাটির দাম প্রায় তিন কোটি ডলার।
প্রতিবেদনে দেখানো হয়েছে, প্রায় দুই বছর পর পরই বাড়ি কিনেছেন গায়িকা। টেইলর সুইফটের বয়স এখন মাত্র ২৮, ক্যারিয়ারের এখনো অনেক বাকি। তাই বাড়ির সংখ্যা যে আরো বাড়বে সে কথা বলাই বাহুল্য।