থ্রুওয়ে আই-৯৫ : উন্নয়ন কাজ শুরুর ঘোষণা হোকুলের

ঠিকানা রিপোর্ট : গভর্নর ক্যাথি হোকুল ব্রঙ্কস ও ওয়েস্টচেস্টার কাউন্টির নিউইংল্যান্ড থ্রুওয়ে আই-৯৫ এর চার মাইল পর্যন্ত বিস্তৃত ফুটপাথ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৬১.৮ মিলিয়ন ডলার। বেশিরভাগ কাজ করা হবে ব্রঙ্কসে। এর মধ্যে ১১টি সেতু সংস্কার এবং দুটি পথচারী সেতুর
কাঠামো অর্থাৎ কংক্রিট ডেক ও স্টিলের বিম প্রতিস্থাপন অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার যানবাহন এই ব্যস্ত করিডোর ব্যবহার করে।
গভর্নর হোকুল বলেন, ‘নিউইয়র্ক স্টেট দীর্ঘ দিন ধরে উপেক্ষিত কমিউনিটিগুলোর পুরোনো অবকাঠামো পুনর্বাসনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্পটি ব্রঙ্কস ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে আই-৯৫-এ গুরুত্বপূর্ণ নিরাপত্তার উন্নতি ঘটাবে। এছাড়া এটি প্রতি বছর হাইওয়েতে গাড়ি চালায় এমন লাখ লাখ নিউইয়র্কবাসীর জন্য শুধুমাত্র একটি নিরাপদ ড্রাইভিং অভিজ্ঞতাই নয় বরং রাজ্যের পরিবহন পরিকাঠামোর আধুনিকায়নও করবে।’
প্রকল্পটি ২৪ মাইলেরও বেশি হাইওয়ে এবং পাকাকরণের কাজগুলোকে কভার করবে। গাড়িচালকদের উপর প্রভাব কমাতে বেশিরভাগ কাজ রাতারাতি হবে। কাজটি ২০২৪ সালের শেষ নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।