দাম্পত্যের দেড় যুগে মোশাররফ-জুঁই

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ১৮ বছর আগে ৭ অক্টোবর মোশাররফ করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোবেনা রেজা জুঁই। আজ শুক্রবার সেই বিয়ের দেড় যুগ পূর্তি হলো। এ উপলক্ষে কেক কেটে নিজেদের বিয়ের ১৮ বছর পূরণ করেন এই তারকা দম্পতি।

বিবাহবার্ষিকীতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দুটি দ্বৈত ছবি পোস্ট করেন রোবেনা রেজা জুঁই। লেখেন, এমনি করেই যায় যদি দিন যাক না। শুভ বিবাহবার্ষিকী মোশাররফ করিম। দেড় যুগ পূর্তির জন্য অভিনন্দন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।

ঠিকানা/এনআই