স্পোর্টস রিপোর্ট : চন্দিকা হাতুরাসিংহে চলে যাওয়ার পর প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য হেড কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। হেড কোচ নিয়োগের চেষ্টা অবশ্য চালিয়ে যাচ্ছে বিসিবি।
বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহী চার-পাঁচজন আছেন। বিসিবি কালক্ষেপণ করছে দীর্ঘ মেয়াদে কাউকে পাওয়ার জন্য। নতুন কোচের সঙ্গে অন্তত দুই বছরের জন্য চুক্তি করতে চায় বিসিবি। গত ২১ এপ্রিল বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এমনটাই জানিয়েছেন। আগামী ১-২ মাসের মধ্যে কোচ নিয়োগের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে মাশরাফি-সাকিবদের হেড কোচ নিয়োগ সম্পর্কে জানতে চাইলে গত ২১ এপ্রিল সাংবাদিকদের জালাল ইউনুস বলেছেন, ‘কোচ যে হাতে নেই, তা নয়। আছে। আমরা যে রকম কোচ চাচ্ছি সেটা পাচ্ছি না- এটাই সমস্যা। চার-পাঁচজন কোচ আছে, যারা প্রধান কোচ হতে আগ্রহী। কিন্তু আরো ভালো, আরো ভালো এমন চিন্তায় অপেক্ষা করছি। যাকে আনব তাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দিতে চাই। এক বছর বা ৬ মাসের জন্য তো সে কোচ হবে না। অন্তত দুই বছরের দায়িত্ব দিতে হবে।’ ক্রিকেট বিশ্বে চলমান টি-২০ লিগগুলোর কারণেই হেড কোচ পেতে সমস্যা হচ্ছে বিসিবির। এসব লিগ থেকে অনেক বড় অংক আয়ের সুযোগ থাকছে বলে অনেক কোচই লম্বা মেয়াদে জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী নন। কোচ নিয়োগে বেশি সময় লাগার কারণ হিসেবে এটিকেই উল্লেখ করেছেন জালাল ইউনুস।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘এবার একটু সময় লাগছে। যত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বাড়ছে তারা তত লাভবান হচ্ছে, বেশির ভাগ কোচ ওই দিকে ঝুঁকে যাচ্ছে। কম সময়ে অনেক লাভ, ফুলটাইম এখানে কেউ আসতে চায় না। এ কারণে সময় লাগছে। সভাপতি বলেছেন, আগামী ১-২ মাসের মধ্যে হয়ে যাবে।’
নিদাহাস ট্রফিতে কোর্টনি ওয়ালশকে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দিয়েছিল বিসিবি। মূলত বোলিং কোচ হওয়ায় ক্যারিবিয়ান এ কিংবদন্তিকে নিয়ে দীর্ঘ মেয়াদে ভাবছে না বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘ওয়ালশ কিংবদন্তি, একজন আইকন। ওনাকে দীর্ঘ মেয়াদে দিতে চাচ্ছি না, তিনিও সেটা ভালো করেই জানেন। বোলিং প্রধান নয়, অলরাউন্ডার বা ব্যাটিং প্রধান কোচ হলে ভালো হয়।’
শেষ অবধি কোচ না পাওয়া গেলে জুনের শুরুতে আফগানিস্তান সিরিজে আবারো ওয়ালশকে দায়িত্ব দেয়া হবে কি না প্রশ্নে বিসিবির এ পরিচালক বলেছেন, ‘তাকে দায়িত্ব দিলে বোর্ড অফিসিয়ালি দেবে। নিদাহাস কাপে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব দিলে আনুষ্ঠানিকভাবে দিতে হবে। এই ঘোষণা ক্রিকেট বোর্ড থেকে আসবে।’